Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবশেষে করোনা মুক্ত হয়ে বচ্চন পরিবারে ফিরলেন অভিষেক

বলিউডের বিগ বি-র গোটা পরিবার এখন সুস্থ। এক মাস আগে অমিতাভ বচ্চন সহ তার পরিবারের চারজন অর্থাৎ অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, এবং আরাধ্যা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা চারজন নানাবতী…

Avatar

বলিউডের বিগ বি-র গোটা পরিবার এখন সুস্থ। এক মাস আগে অমিতাভ বচ্চন সহ তার পরিবারের চারজন অর্থাৎ অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, এবং আরাধ্যা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা চারজন নানাবতী হসপিটালে ভর্তি হয়েছিলেন। ঐশ্বর্য এবং তার মেয়ে আরাধ্যা কিছুদিনের মধ্যেই করোনা মুক্ত হয়েছিলেন তার জন্য তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে বহু নেটিজেন। এছাড়া কিছুদিন আগে অমিতাভ বচ্চন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সেই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় যারা যারা তার আরোগ্য কামনা করেছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন।

এবার নানাবতী হসপিটালের থেকে সুস্থ হয়ে বচ্চন পরিবারে ফিরলেন অভিষেক। শনিবার দিন তার ফল নেগেটিভ আসতেই তিনি টুইটারে পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন। তিনি লিখেছেন, “প্রমিস প্রমিসই হয় ! আজ দুপুরে আমার কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আমি আগেই বলেছিলাম করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতবই৷ যারা আমার সুস্থ হওয়ার প্রার্থনা এতদিন করেছেন, তাঁদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ নানাবতী হাসপাতালের ডাক্তার ও নার্সদের বিশেষ ধন্যবাদ৷ তাঁরা যা এতদিন করেছেন, অসাধারণ৷ থ্যাঙ্কিউ।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত তার বাবার সুস্থ হওয়ার কথা জানিয়েছিলেন তিনি টুইটারে। সেই টুইটার পোস্ট করা মাত্রই রিপোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়। অমিতাভ বচ্চনের যেদিন থেকে এই করোনা আক্রান্ত হওয়ার কথা জানতে পেরেছিলেন প্রায় অনেক মানুষ প্রার্থনা করেছিলেন তার সুস্থ হওয়ার জন্য। গত রবিবার বলিউডের বিগ বি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

এছাড়া কিছুদিন আগে তার ২৬তম দিনের কেয়ার বোর্ড দিনকয়েক আগে পোস্ট করেছিলেন। তার ক্যাপশনে লিখেছিলেন, “হসপিটাল ডে: ২৬। ডিসচার্জ প্ল্যান: NO! কাম অন বচ্চন, তুমি পারবে”। তার এই পোষ্টের নিচে অসংখ্য মানুষ তার আরোগ্য কামনা করেছেন। শুধুমাত্র নেটিজেন নয় বলিউডের সেলিব্রেটি তাকে সাহস যুগিয়েছেন।

About Author