Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়, UPSC পরীক্ষায় পাশ করেন ঐশ্বর্য শেওরান

শ্রেয়া চ্যাটার্জি - ঐশ্বর্য শেওরান, যিনি একজন নামী মডেল, তবে তার শুধুই একটাই রূপ নয়। তিনি মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়। তার ক্ষেত্রে কথাটা বোধ হয় একেবারেই প্রযোজ্য 'যে নারী রাঁধে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – ঐশ্বর্য শেওরান, যিনি একজন নামী মডেল, তবে তার শুধুই একটাই রূপ নয়। তিনি মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়। তার ক্ষেত্রে কথাটা বোধ হয় একেবারেই প্রযোজ্য ‘যে নারী রাঁধে সে চুলও বাঁধে’। ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষা তে তিনি ৯৩ তম স্থান দখল করেন। এ তো গেল তার পড়াশোনার দিকটির কথা।

অন্যদিকে গ্ল্যামারের দুনিয়াতেও তিনি বেশ প্রসিদ্ধ। মডেল হিসাবে তার বেশ নামডাক আছে। শুধু তাই নয়, দেশের একাধিক প্রথম সারির ফ্যাশন উইকে তিনি র‍্যাম্পে হাঁটেন। তিনি পড়াশোনা করেছেন দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে। যদিও তা তিনি একজন সৈন্য পরিবার থেকে উঠে এসেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নারীরা হলো অর্ধেক আকাশ। তারা ছাড়া এক মুহূর্ত সমাজ চলবে না। নারীরা চাইলেই সমস্ত কাজ তারা করতে পারে। তার একমাত্র জলজ্যান্ত উদাহরণ ঐশ্বর্য। ঐশ্বর্য পরবর্তীকালে অনেক মেয়েরই আদর্শ হতে পারে। মডেলিংয়ের পাশাপাশি সে সমানতালে তার পড়াশুনাকেও চালিয়ে গেছেন। শুধু তাই নয়, মনের জোর ছিল তিনি একদিন আই.এ.এস অফিসার হবে। সেই জোরকে সঙ্গী করেই ইউ.পি.এস.সি পরীক্ষা এত বড় সাফল্য পান তিনি।

About Author