Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ-শুভশ্রীর পরিবারে আসছে নতুন অতিথি, আসন্ন সন্তানের ছবি দিয়ে লিখলেন ‘বেবি’জ ডে আউট’

রাজ-শুভশ্রীর পরিবারে আসন্ন সন্তান নিয়ে চর্চায় নেটিজেন। তাদের এই সুখবর শুনে বহু মানুষ প্রতীক্ষায় বসে আছে এই নতুন সদস্যের। তারা সোশ্যাল মিডিয়ায় এই হল সুন্দর দিনগুলো কিভাবে কাটাচ্ছেন সেই উদাহরণ…

Avatar

রাজ-শুভশ্রীর পরিবারে আসন্ন সন্তান নিয়ে চর্চায় নেটিজেন। তাদের এই সুখবর শুনে বহু মানুষ প্রতীক্ষায় বসে আছে এই নতুন সদস্যের। তারা সোশ্যাল মিডিয়ায় এই হল সুন্দর দিনগুলো কিভাবে কাটাচ্ছেন সেই উদাহরণ আমরা তাদের ইনস্টাগ্রামে দেখতে পাই। এই দিনগুলির ছোট ছোট মুহূর্ত শেয়ার করতে ভোলেন না হবু মা-বাবা। শুভশ্রী তার এই বিশেষ দিনগুলি খুব আনন্দের সঙ্গে উপভোগ করছেন। এছাড়াও রাজ এবং রাজের পরিবারাও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তাদের বাড়ির নতুন সদস্যের।

সম্প্রতি রাজ চক্রবর্তী ইনস্টাগ্রামে শুভশ্রীর বেবি বাম্পের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন “বেবি’জ ডে আউট”। সেই ছবির কমেন্ট বক্সে ভরে গিয়েছে তার আসন্ন সুন্দর দিনের শুভেচ্ছা ও পোস্ট করতে না করতেই রিপোস্ট হয়ে গেছে এই ছবি। তাদের ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করতেই তাদের পোস্ট বরাবরের মত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, কিছুদিন আগেই আর শুভশ্রীর সাধ ভক্ষণ এর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রাজের বাড়িতেই। তারি সুন্দর মুহূর্তের ছবি নেটিজেনদের বেশ মন কেড়েছে। এই দিনটি প্রত্যেক মেয়েদের স্মরণীয় দিন হয়ে ওঠে, অভিনেত্রী শুভশ্রী জন্য ব্যতিক্রম কিছু নয়। এছাড়াও তাদের এই রমজানের মধ্যে দ্বিতীয় বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন। তারা বাড়িতেই ছোট্ট টেবিলে ক্যান্ডেল লাইট দিনারের আয়োজন করেছিলেন। সেই ছবি দেখে সবাই তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

Baby’s day out !! ❤️?? @subhashreeganguly_real

A post shared by Raj Chakraborty (@rajchoco) on

এছাড়াও হবু মা অর্থাৎ শুভশ্রীকে নজর ছাড়া করছেন না রাজ। তাদের পরিবারের মধ্যেও কিছু নিয়ম তৈরি হয়েছে এই নতুন সদস্যের জন্য। তারা হবু মাকে খুশি রাখার জন্য সকাল থেকেই হাসি-ঠাট্টা এবং আড্ডার সঙ্গে বাড়ির পরিবেশ ভরিয়ে রাখছেন আনন্দে। এই করুণা ভাইরাসের জন্য কিছু নিয়ম প্রত্যেককেই মানতে হচ্ছে কিন্তু রাজের পরিবারের প্রত্যেক সদস্য বাড়তি কিছু নিয়ম মেনে চলছেন। এবার তাদের এই সদস্যের জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন।

About Author