Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নেই, ঝুড়ির মধ্যে বসিয়েই নদী পার গর্ভবতী নারীর, দেখুন ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি - সূর্গুজার কাদনাই গ্রামে রাস্তাঘাট এতই খারাপ অবস্থা যে অ্যাম্বুলেন্স ঢোকার কোন সুযোগ নেই। অগত্যা একটি ঝুড়িতে বসিয়েই নদী পার করে নিয়ে যাওয়া হচ্ছে এক গর্ভবতী নারীকে। গর্ভবতী…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – সূর্গুজার কাদনাই গ্রামে রাস্তাঘাট এতই খারাপ অবস্থা যে অ্যাম্বুলেন্স ঢোকার কোন সুযোগ নেই। অগত্যা একটি ঝুড়িতে বসিয়েই নদী পার করে নিয়ে যাওয়া হচ্ছে এক গর্ভবতী নারীকে। গর্ভবতী নারীকে নিয়ে যাওয়া হচ্ছে কাছের একটি সরকারি হাসপাতালে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে চারজন মানুষ একটি ঝুড়িতে সেই গর্ভবতী নারীকে বসিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে এক খরস্রোতা নদীর ওপর দিয়ে। দুটো লাঠিকে ক্রস করে ঝুড়িটি বেঁধে সামনে দুজন মানুষ এবং পিছনে দুজন মানুষ এইভাবে ব্যালান্স করে নিয়ে যাওয়া হচ্ছে সেই নারীকে। এই গ্রামের কালেক্টর জানিয়েছেন, এই সমস্ত জায়গার জন্য ছোট ছোট গাড়ির ব্যবস্থা করে অসুস্থ মানুষদের যাতায়াতের ব্যবস্থা করার পরিকল্পনা চলছে। তিনি আরো জানান, এরকম আরো কয়েকটা গন্ডগ্রাম আছে যেখানে অনুন্নত পরিবহন ব্যবস্থার জন্য বর্ষাকালে মানুষের যাতায়াত করতে এমন খারাপ অবস্থা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

খারাপ পরিবহন ব্যবস্থার জন্য কেমন ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী পার করছে গ্রামের মানুষজন। ঝুড়ির মধ্যে শুধু একজন মানুষই নেই, রয়েছে ভবিষ্যৎ প্রজন্ম। একটা ছোট্ট ভুলেই প্রাণ যেতে পারে প্রত্যেকটি মানুষের এমনকি নবজাতকেরও। বিশেষতঃ বর্ষাকালে এই সমস্ত গ্রামগুলিতে যাতায়াত অযোগ্য হয়ে ওঠে। তখন এমন ঝুঁকির পারাপার ছাড়া এই মানুষগুলোর কাছে আর কোন উপায় থাকেনা।

About Author