Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১০০ জন বলিউড ড্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠালেন হৃতিক রোশন

করোনা আবহে লক ডাউনের জেরে কাজ বন্ধ হয়ে গিয়েছিল প্রায় সকল ক্ষেত্রে। কাজ বন্ধ হওয়ার ফলে আর্থিক সমস্যায় জর্জরিত প্রায় সকল শ্রেণীর মানুষ। একই রকম ভাবে করোনার ফলে লক ডাউনের…

Avatar

করোনা আবহে লক ডাউনের জেরে কাজ বন্ধ হয়ে গিয়েছিল প্রায় সকল ক্ষেত্রে। কাজ বন্ধ হওয়ার ফলে আর্থিক সমস্যায় জর্জরিত প্রায় সকল শ্রেণীর মানুষ। একই রকম ভাবে করোনার ফলে লক ডাউনের জেরে বন্ধ হয়ে যায় বলিউডে সিনেমা তৈরির সমস্ত কাজ। আর তাতে আর্থিক সংকটে পড়েন ছোট শিল্পি যাঁদের মধ্যে অন্যতম হলেন ড্যান্সারেরা। যাঁরা ছবিতে নাচের দৃশ্যে হিরো-এর চারপাশে নাচ করেন।

এবার তাঁদের আর্থিক ভাবে সাহায্য করে পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা হৃত্তিক রোশন। ১০০ জন বলিউড ড্যান্সারদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠালেন তিনি। এর আগেও বিএমসি কর্মীদের করোনা ভাইরাস থেকে সচেতন থাকতে মাস্ক বিলি করেন অভিনেতা। ফের ড্যান্সারদের আর্থিক সাহায্য করে মানবিকতার নিদর্শন দিলেন অভিনেতা হৃত্তিক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বলিউড গানের কো-অর্ডিনেটর রাজ সুরানি জানিয়েছেন, করোনা সংকটকালে আর্থিক ভাবে পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা। তাঁদের কাছে হৃত্তিকের এই সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ড্যান্সারদের কাছে ব্যাঙ্ক থেকে এসএমএস আসাতে খুব খুশি তাঁরা। অভিনেতাকে কৃতজ্ঞতাও জানিয়েছেন ।

About Author