করোনায় আক্রান্তের সংখ্যা যেমন দ্রুত বাড়ছে তেমনি ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে সুস্থতার হার। একদিনে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০৯৪ জন। রাজ্যে করোনায় আক্রান্তের নিরিখে সবার শীর্ষে রয়েছে কোলকাতা। এরপরের স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২,২৯৪ জন। যা গতকালের তুলনায় কিছুটা বেশি। বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে ট্রেসিং, ট্র্যাকিং ও টেস্টিং-কেই হাতিয়ার করেছে দেশ।
এখনও পর্যন্ত মোট ৮ লক্ষ ৫৬ হাজার ৩৫৫ জনের স্যাম্পেল টেস্ট করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৭,১৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনার সংক্রমণের চেন ব্রেক করতে রাজ্যে আগামী আগস্ট মাসে সপ্তাহে দুই দিন সম্পূর্ণ লক ডাউন জারি থাকবে। করোনার পরীক্ষা এভাবে বাড়ানো হলে ইতিবাচক সাড়া মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলায় এখনো পর্যন্ত করোনায় ১,৪৯০ জনের করোনায় মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের। তার মধ্যে কলকাতায় করোনার থাবায় প্রাণ হারিয়েছেন ৭২৩ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগণা। সেই রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫ জন। তবে সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়লেও বেড়েছে সুস্থতার হার। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৬৭.৬০ শতাংশ। রাজ্যে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ১১৬ জন। কলকাতাতে সুস্থ হয়েছেন ৬৭৭ জন।
রাজ্যে যেভাবে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যা সেই ভাবে বেড়েছে একটিভ কেসের সংখ্যা। এখন রাজ্যে একটিভ কেসের সংখ্যা ১৯ হাজার ৬৫২টি। রাজ্যে গত ২৪ ঘন্টায় কলকাতাতে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৮৮ জন। এরপরের স্থানে উত্তর ২৪ পরগণা, সেখানে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৫৫৪ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ২৫৮।