তিনি আরও বলেন, ” ভারতের পাশ্ববর্তী যে দেশগুলি হামলা করতে চায় তাঁরা এবার উদ্বিগ্ন হয়ে পড়বে”। করোনা মহামারির মাঝে ভারতকে এই বিমান দেওয়ার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন সকালে ফ্রান্স সরকার, ড্যাসল্ট অ্যাভিয়েশন ও ফ্রান্সের অন্যান্য কোম্পানিগুলিকে ধন্যবাদ জানিয়েছেন। রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঠিক সিদ্ধান্তের জন্য ফ্রান্সের সঙ্গে সরকারি চুক্তির মাধ্যমে বিমানগুলি কেনা সম্ভবপর হয়েছে। এরজন্য তাঁকে ধন্যবাদ জানাই”।চিনের সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্কের যে টালমাটাল অবস্থা তাতে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে এই বিমান ভারতীয় বায়ুসেনাকে অনেকটাই শক্তিশালী করে তুলবে। আপাতত আম্বালাতেই রাখা হবে বিমানগুলিকে। পাঁচটি রাফাল জেট বিমানের মধ্যে তিনটি বিমান এক আসনবিশিষ্ট ও বাকি দুটি দুই আসনবিশিষ্ট।The Touchdown of Rafale at Ambala. pic.twitter.com/e3OFQa1bZY
— Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020
ভারতের গর্বের রাফাল বিমানকে স্বাগত জানিয়ে টুইট করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
এদিন রাফাল জেট বিমান ভারতের মাটিতে পদার্পণ করার পরই টুইট করে জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন বুধবার পাঁচটি বিমান ভারতের মাটি ছোঁয়। বুধবার বিকেল নাগাদ হরিয়ানার আম্বালা বায়ুসেনা…

আরও পড়ুন