Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ট্রেন যাত্রায় নতুন গাইডলাইন প্রকাশ করল ভারতীয় রেল, জেনে নিন

করোনা আবহে ট্রেনে যাত্রার ক্ষেত্রে এখন থেকে মানতে হবে বিশেষ নিয়ম-কানুন। করোনা সংক্রমণ রুখতে একটি নতুন গাইডলাইন জারি করেছে ভারতীয় রেল। সেখানে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে, কি কি করণীয়…

Avatar

করোনা আবহে ট্রেনে যাত্রার ক্ষেত্রে এখন থেকে মানতে হবে বিশেষ নিয়ম-কানুন। করোনা সংক্রমণ রুখতে একটি নতুন গাইডলাইন জারি করেছে ভারতীয় রেল। সেখানে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে, কি কি করণীয় আর কি কি করণীয় নয়।

নতুন গাইডলাইনে কি কি বলা হয়েছে, একনজরে দেখে নিন-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) স্টেশনে চড়তে একমাত্র ই-টিকিট গ্রাহ্য।

২) কার্ফু পাস না থাকলেও চলবে।

৩) ট্রেন ছাড়ার অন্তত দেড়ঘণ্টা আগে সংশ্লিষ্ট স্টেশনে যাত্রীদের পৌঁছতে হবে।

৪) উপসর্গহীন যাত্রীরা ট্রেন যাত্রা করতে পারবেন।

৫) স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ে রেলকর্মীদের সহযোগিতা করতে হবে।

৬) ট্রেন ওঠার আগে এবং ট্রেন থেকে নামার পরে স্যানিটাইজিশন দেওয়া হবে।

৭) প্রত্যেক যাত্রীকে ফেসমাস্ক পড়তে হবে।

৮) প্রত্যেক যাত্রীকে ফোনে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন রাখতে হবে।

৯) ট্রেন যাত্রায় সময় সামাজিক দূরত্ব বজায় বাধ্যতামূলক।

১০) পানীয় জল, খাবার, বালিশ, চাদর যাত্রীদের বাড়ি থেকে আনতে হবে।

১১) হাল্কা ও মাঝারি লাগেজ বহনের পরামর্শ দেওয়া হয়েছে।

১২) গন্তব্য স্টেশনে স্বাস্থ্য পরীক্ষা সেই রাজ্যের স্বাস্থ্য দফতরের বিধির নিয়ন্ত্রণাধীন।

About Author