Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘তুমি আমার সঙ্গে আছো’, দিল বেচারা দেখে বললেন রিয়া

সুশান্তের শেষ ছবি দিল বেচারা নিয়ে আবেগঘন  পোস্ট করলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রামে ছবি দিয়ে রিয়া লিখেছে, 'তুমি আমার সাথে আছ জানি। আমি দিল বেচারা দেখব। তোমাকে আর তোমার ভালোবাসাকে…

Avatar

সুশান্তের শেষ ছবি দিল বেচারা নিয়ে আবেগঘন  পোস্ট করলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রামে ছবি দিয়ে রিয়া লিখেছে, ‘তুমি আমার সাথে আছ জানি। আমি দিল বেচারা দেখব। তোমাকে আর তোমার ভালোবাসাকে সেলিব্রেট করব আমি। আমার হিরো তুমি। আমি জানি তুমিও আমাদের সবার সাথে সিনেমাটা দেখছ।”

এই সিনেমা অনেক রেকর্ড গড়েছে। আর এই সিনেমা দেখে অনেকেই কেঁদে ফেলেছেন। রিল আর রিয়েল লাইফের ঘটনা একেবারে মিলে গেছে। কেঁদে ফেলেছেন রিয়াও। ম্যানির ছবি ইনস্টাতে শেয়ার করে লিখেছেন আমার হিরো ম্যানি। যদিও এই রিয়া চক্রবর্তী প্রথম থেকেই সন্দেহের তালিকায় রয়েছেন। অভিনেতার মৃত্যুর পর একের পর এক বাজে মন্তব্য করা হয়েছে তাঁকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কখনও আবার খুন ও ধর্ষণের হুমকি ও দেওয়া হয়েছে। এরপর আর চুপ থাকেনি রিয়া। মুম্বই পুলিশের কাছে অভিযোগ করেন দুই ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বিরুদ্ধে। শুধু এটাই নয়, সুশান্তের মৃত্যু তদন্ত সিবিআইকে দিয়ে করানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে চিঠিও লেখেন। এমনকি নিজেকে সুশান্তের প্রেমিকা বলেও উল্লেখ করেন রিয়া।

About Author