Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খরস্রোতা নদীর মাঝখানে দাঁড়িয়ে সেলফি, পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল দুই তরুণীর

সেলফি তোলার ট্রেন্ড শুরু হয়েছে গত কয়েকবছর ধরে। মানুষ যেখানেই যায় সেখানে গিয়ে আগে সেলফি তোলে। এমনকি সোশ্যাল মিডিয়া সাইটে গিয়ে লাইক, শেয়ার, কমেন্টস এর জন্য নানা ঝুঁকিপূর্ণ কাজ করে।…

Avatar

সেলফি তোলার ট্রেন্ড শুরু হয়েছে গত কয়েকবছর ধরে। মানুষ যেখানেই যায় সেখানে গিয়ে আগে সেলফি তোলে। এমনকি সোশ্যাল মিডিয়া সাইটে গিয়ে লাইক, শেয়ার, কমেন্টস এর জন্য নানা ঝুঁকিপূর্ণ কাজ করে। যার জন্য অনেক মানুষের প্রাণহানিও হয়েছে। তবুও কিছু কিছু মানুষের হুশ ফেরেনি। এবার এরকমই এক ঘটনার সাক্ষী হল মধ্যপ্রদেশের পেঞ্চ নদীতে।

লকডাউনের জেরে দীর্ঘদিন বাড়িতে বসে থাকতে আর ভালো লাগে না। তাই লকডাউন উঠে যাবার পরই নদীর ধরে পিকনিক করার প্ল্যান করে ছয়জন কলেজ তরুণী। আর সেই মত সব ব্যবস্থা করা হয়। মধ্যপ্রদেশের পেঞ্চ নদীর ধারে পিকনিক স্পট ঠিক হয়। এবার হঠাৎ করে খরস্রোতা নদীর মাঝখানে পাথরে দাঁড়িয়ে একসাথে সেলফি নিতে যায় দুই তরুণী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর সেখানেই ঘটে বিপদ। কিছুক্ষন পরেই জলের স্রোত বাড়তে শুরু করে। নদীর জল বাড়তে থাকায় তারা আর জলে নামেনি। তখন বাকি চার বন্ধু পুলিশকে খবর দেয়। আর সাথে সাথেই পুলিশকর্মীরা ছুটে আসেন। ১২ জন  উদ্ধারকার্যে নামেন। আর তারপরে স্থানীয়রাও সাহায্য করেন। সবার চেষ্টাতেই উদ্ধার হয় দুই তরুণী। ওই দুই তরুণী পুলিশদের ওমনেক ধন্যবাদ জানিয়েছেন।

About Author
news-solid আরও পড়ুন