এই অনুষ্ঠানের কথা সবার প্রথমে দিল বেচারার পরিচালক মুকেশ ছাবরা তার টুইটারে পোস্ট করে। এই অনুষ্ঠান নিয়ে নেটিজেনরা খুবই উৎসাহিত। এছাড়া দিল বেচারাম সিনেমা রিলিজ করবে এই কিছুদিনের মধ্যেই। এই সিনেমার ট্রেলার এবং তিনটি গান ইতিমধ্যেই রিলিজ করে গেছে ইউটিউবে। ট্রেইলার এবং গান ঝড় তুলেছে নেট দুনিয়ায়। বহু মানুষের পছন্দ হয়েছে ট্রেলার এবং গান। এই সিনেমার অপেক্ষায় রয়েছে বহু মানুষ।এই সিনেমা মে মাসে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু লকডাউনের জন্য তা হয়নি। তাই পরিচালক সিদ্ধান্ত নেন সুশান্ত এর শেষ ছবি ওটিটি প্লাটফর্মে রিলিজ করবে। ডিজনি প্লাস হটস্টারে সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব সব্বাই দেখতে পারবেন এই সিনেমা।#SushantSingRajput ❤️ pic.twitter.com/pRZwrvO6hU
— Mukesh Chhabra CSA (@CastingChhabra) July 20, 2020
সুশান্তকে শেষ শ্রদ্ধা জানাবেন বলিউডের গায়করা
অভিনেতা সুশান্ত সিং রাজপুত চিরঘুমের দেশে পাড়ি দেন ১৪ ই জুন। তিনি নিজের বান্দ্রার ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পেছনে কারণ খোঁজার জন্য জোরকদমে তদন্ত চালাচ্ছে মুম্বাই…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?