Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড় ধাক্কা খেল বেজিং, চিন থেকে ব্যবসা সরাচ্ছে ৫৭ টি জাপানি সংস্থা

বিশ্ব জুড়ে চিনের আগ্রাসী নীতির বিরুদ্ধে সরব হচ্ছে প্রতিটি। নিচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থাও। আন্তর্জাতিক মঞ্চে চিনকে কোনঠাসা করতে জোট বাঁধছে বন্ধু রাষ্ট্রগুলো। ভারতের লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের পর পরই চিনের বিরুদ্ধে…

Avatar

বিশ্ব জুড়ে চিনের আগ্রাসী নীতির বিরুদ্ধে সরব হচ্ছে প্রতিটি। নিচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থাও। আন্তর্জাতিক মঞ্চে চিনকে কোনঠাসা করতে জোট বাঁধছে বন্ধু রাষ্ট্রগুলো। ভারতের লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের পর পরই চিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছিল ভারত, আমেরিকা ও তাইওয়ানের মতো দেশগুলো। এবার বেজিং-কে বড়সড় ধাক্কা দিল প্রতিবেশী দেশ জাপানও৷

জাপানের ৫৭ টি সংস্থাকে চিন থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার নির্দেশ দিল সে দেশের সরকার৷ এর জন্য সংস্থাগুলো যাতে আর্থিক সমস্যায় না পড়ে তারজন্য ঋণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঋণ নিয়ে জাপানে নতুন করে উৎপাদন শুরু করতে পারবে ওই সংস্থাগুলি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চিনের থেকে নির্ভরতা কমিয়ে নিজেদের দেশে সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক রাখার লক্ষ্যেই জাপান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। জাপানে নতুন করে উৎপাদন শুরু করার জন্য সংস্থাগুলোর প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে মোট ৫৩.৬ কোটি ডলার খরচ করতে চলেছে সে দেশের সরকার৷

শুধু চিন নয়, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে নিজেদের দেশের আরও ৩০ টি সংস্থাকে ব্যবসা বন্ধ করে জাপানে এসে উৎপাদন শুরু করতে উৎসাহ জন্য বিপুল ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অবশ্য জাপানই প্রথম নয়, চিনের প্রতিবেশী দেশগুলোর মধ্যে তাইওয়ানও ২০১৯ সালে এই একই সিদ্ধান্ত নিয়েছিল।

About Author