পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম ছবি ‘দিল বেচারা’ আগামী ২৪শে জুলাই হটস্টারে মুক্তি পেতে চলেছে। তবে মুক্তির আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ছবির অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যিনি ছিলেন মুকেশের খুব কাছের বন্ধু। সুশান্ত মুকেশকে কথা দিয়েছিলেন যে, তার প্রথম ছবিতে কাজ করবেন তিনি।
যদিও সেই কথা রেখেছেন সুশান্ত, তবে এখন তিনি সকলের চেয়ে বহু দূরে। সম্প্রতি ‘দিল বেচারা’ নিয়ে কথা বলতে গিয়ে তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন মুকেশ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “এক মাস হয়ে গেল, আর কখনও তোর ফোন আসবে না আমার কাছে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখযোগ্য, গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার অনুগামীদের দাবী তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। যদিও ঘটনার তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনেককে।