Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

JIO-তে ৩৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে Google

জিওতে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টেক জায়ান্ট গুগল। বুধবার জিওর সাধারণ সভায় একথা জানালেন জিওর চেয়ারম্যান মুকেশ অম্বানি। বুধবার ৪৩ তম বার্ষিক সাধারণ সভা ছিল রিলায়েন্স জিওর। মুকেশ…

Avatar

জিওতে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টেক জায়ান্ট গুগল। বুধবার জিওর সাধারণ সভায় একথা জানালেন জিওর চেয়ারম্যান মুকেশ অম্বানি। বুধবার ৪৩ তম বার্ষিক সাধারণ সভা ছিল রিলায়েন্স জিওর। মুকেশ অম্বানি এদিন বলেন, “জিও প্ল্যাটফর্মের ৭.৭ শতাংশের মালিক হতে চলেছে গুগল।”

এর আগে গত এপ্রিলে জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছিল ফেসবুক। ৪৩৫৭৩.৬২ কোটি টাকা দিয়ে জিওতে এই ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছিল ফেসবুক। গুগলের বিনিয়োগ ধরলে এই নিয়ে জিও ১৪তম বিনিয়োগ পেলো। করোনার জন্য দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে একের পর এক সংস্থা যখন প্রবল ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে তখন জিও একের পর এক ছক্কা হাঁকাচ্ছে। গুগলের হাত ধরে জিওতে এটা ১৪ তম বিদেশি বিনিয়োগ এলো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগে জিওতে যেসমস্ত কোম্পানি বিনিয়োগ করেছে সেগুলি হলো, ফেসবুক, ৪৩৫৭৩.৬২ কোটি টাকা, সিলভার লেক পার্টনার্স, ৫৬৫৫.৭৫ কোটি টাকা, ভিস্তা ইক্যুইটি পার্টনার্স, ১১৩৬৭ কোটি টাকা, জেনারেল অ্যাটলান্টিক ৬৫৯৮.৩৮ কোটি টাকা, কেকেআর ১১,৩৬৭ কোটি টাকা, মুবাডালা ৯০৯৩ কোটি টাকা, সিলভার লেক ৪৫৪৭ কোটি টাকা, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি ৫৬৮৩.৫০ কোটি টাকা, টিপিজি ক্যাপিটাল ৪৫৪৬.৮০ কোটি টাকা, এল ক্যাটারটন ১৮৯৪.৫০ কোটি টাকা, পিআইএফ ১১৩৬৭ কোটি টাকা, ইন্টেল ১৮৯৪.৫০ কোটি টাকা, এবং কোয়ালকম ৭৩০ কোটি টাকা।

এই নিয়ে এখনো পর্যন্ত জিওতে ১ লক্ষ ৫২ হাজার ৫৫ কোটি ৪৫ লক্ষ টাকার বিনিয়োগ করলো বিভিন্ন সংস্থা। বর্তমানে জিওর গ্রাহক সংখ্যা ৪০ কোটির বেশি। এই বিপুল সংখ্যক গ্রাহক ব্যবহার করে ভবিষ্যতে জিও খুচরো ব্যবসা, শিক্ষা ও পেমেন্টের ক্ষেত্রেও তাদের ব্যবসা বাড়াতে চায়। জিওতে সমস্ত বিনিয়োগকারীদের আশা, খুব শীঘ্রই জিও ভারতের বাজারে বিরাট জায়গা দখল করে নেবে। মোবাইল পরিষেবা থেকে শুরু করে খুচরো ব্যবসা, শিক্ষা, পেমেন্টস সমস্ত ক্ষেত্রেই তারা বিরাট বাজার দখল করবে।

About Author