Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিগ বি

করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। উন্নতি হচ্ছে অক্সিজেনের মাত্রার। এর পাশাপাশি অভিষেক বচ্চন…

Avatar

করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। উন্নতি হচ্ছে অক্সিজেনের মাত্রার। এর পাশাপাশি অভিষেক বচ্চন ও স্থিতিশীল রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটছে।

হাসপাতাল সূত্রে খবর, যখন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল, তখন অক্সিজেনের মাত্রা বেশি ছিল। কিন্তু এখন সেই মাত্রা অনেকটাই কম আছে। অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হচ্ছে। তাঁর ফুসফুসের অবস্থায় স্থিতিশীল। এর আগে ৮০-র দশকে কুলির শুটিংয়ের সময় তাঁর শরীরে বিরাট আঘাত লাগে। তারপর থেকেই তিনি বিশেষ কিছু ওষুধের উপর রয়েছেন। এই করোনা  আক্রান্ত হবার পর সেই ওষুধের  সামঞ্জস্যতা বজায় রেখে তাঁকে ওষুধ দেওয়া হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিষেক বচ্চনের অবস্থা স্থিতিশীল আছে। গতকাল বিগ বি টুইট করে সবাইকে পাশে থাকার জন্য এবং তাঁর জন্য প্রার্থনা করেছেন বলে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে ঐশ্বর্যা ও আরাধ্যার চিকিৎসা বাড়িতেই হবে। বর্তমানে তাঁদের দুজনকেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

About Author