Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বজনপোষণ নিয়ে বিতর্ক তুঙ্গে, এরই মধ্যে বিগ-বি বলিউডে আনতে চলেছেন নাতি অগ্যস্তকে

চলতি স্বজনপোষণ বিতর্কের মধ্যেই এই প্রথাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন। শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে থাকতে থাকতেই নাতি অগ্রস্তকে দাঁড় করিয়ে দিয়ে যেতে পারেন দাদু। এই…

Avatar

চলতি স্বজনপোষণ বিতর্কের মধ্যেই এই প্রথাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন। শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে থাকতে থাকতেই নাতি অগ্রস্তকে দাঁড় করিয়ে দিয়ে যেতে পারেন দাদু। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। যদিও এর আগে যতবার শ্বেতা বচ্চন নন্দা ‘কফি উইথ করণ’ টক-শোতে এসেছেন বারবার একই কথা বলে গিয়েছেন যে, “আমার ছেলেমেয়েদের কাউকেই এই জগতে আসতে দেবো না।” তবে কি তার এই কথা ভুল প্রমাণিত হবে? এই নিয়ে জোর গুঞ্জন বলিউড পাড়ায়।

সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ নিয়ে তোলপাড় বলিউড। অনেকের ধারণা তার এই পদক্ষেপের পেছনে হাত রয়েছে স্বজনপোষণ প্রথার। এই অবস্থায় অমিতাভ বচ্চনের নাতির ইন্ডাস্ট্রিতে প্রবেশ এই প্রথার সর্বোচ্চ উদাহরণ তৈরি হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। তবে এই বিষয়ে নজরে ছিলেন শ্বেতাকন্যা নভ্যা নাভেলি। মামি ঐশ্বর্য্য রাই বচ্চনের সঙ্গে তার ওঠা বসা দেখে সকলেই মনে করেছিলেন গোপনে হয়তো তিনি প্রশিক্ষণ দিচ্ছেন ভাগ্নিকে। সকলেই ভেবেছিলেন বচ্চন পরিবার থেকে এবার হয়তো তাকেই বলিউডে দেখা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, অগ্যস্তও কোন দিক থেকে কম নয়। লম্বা, ফর্সা, সুন্দর চেহারার এই যুবক সবদিক থেকেই যেন মামাবাড়ির মান রেখেছে। তাকে সচরাচর দেখা যায় বচ্চন পরিবারের সদস্যদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। লকডাউনে মুম্বাই আটকে পড়ায় তাকে সম্প্রতি নিতু সিং এর জন্মদিনের পার্টিতেও দেখা গিয়েছে। সেখানে করণ জোহরের উপস্থিতি ঘিরেই সন্দেহ দানা বাঁধছে সকলের মনে। আশঙ্কা করা হচ্ছে হয়তো এই পরিচালকের আগামী কোনো প্রজেক্টে দেখা যাবে অগস্ত্যকে। তবে অমিতাভ বচ্চন যেখানে সমস্ত বিতর্ক থেকে দূরে থাকেন এই পরিস্থিতিতে তিনি কি এই কাজ করবেন? সেদিকেই তাকিয়ে বলিউড অনুগামীরা।

About Author