কৌশিক পোল্ল্যে: বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। সেই ঝলক কাটতে না কাটতেই অভিষেক বচ্চনেরও ওই একই রোগে আক্রান্ত হওয়ার খবরে বাকরুদ্ধ হয়ে যান সকলেই। বিগ বি এবং অভিষেকের সুস্থতা কামনা করে একের পর এক টুইটের ঝড় আসতে শুরু করে ভক্তদের তরফ থেকে। সকলেই তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বচ্চন পরিবারের অন্দরে এভাবে সরাসরি করোনা ভাইরাসের প্রবেশ বি-টাউনে বেশ আতঙ্ক সৃষ্টি করল সে কথা বলার অপেক্ষা রাখে না।
বিগ বি এবং অভিষেক দুজনেই টুইট করে জানান পরিবারের সকল সদস্য সহ কর্মীদেরও কোভিড টেস্ট করা হয়েছে। এর পরেই এক বড়সড় প্রশ্ন সকলের মনে এসে উপস্থিত হয়, তাহলে কেমন আছেন পরিবারের বাকি তিনজন অর্থাৎ ঐশ্বর্য, আরাধ্যা এবং জয়া বচ্চন? বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রাথমিক টেস্ট অনুযায়ী পরিবারের বাকি সদস্যদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্টের রিপোর্টে নেগেটিভ আসায় এই তিনজনের সুস্থতার কথা জানা গিয়েছে। যদিও সম্পূর্ণ ফলাফল পেতে গেলে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুটা সময়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিগ বি এবং জুনিয়র বচ্চনের করোনা হওয়ার খবরে পরিবারের বাকি সদস্যদের নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় ছিলেন নেটিজেনরা, তাদের সুস্থতার খবরে নেটমহলে খানিক স্বস্তি মিলেছে। পিতা এবং পুত্র উভয়েই এখন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল থেকেই নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিষেক। তাদের দুজনের শরীরেই করোনার মৃদু উপসর্গ রয়েছে। আপাতত দুজনেই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সকল অনুরাগীরা তাদের সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায়।