Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টিকটকের বদলে বাজারে এলো ‘ইনস্টাগ্রাম রিলস’, জানুন এর সুবিধা

লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের ফলে যে হতাহতের খবর সামনে আসে তাতে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হন। আর এরপর থেকেই গোটা দেশ জুড়ে চিনা পণ্য…

Avatar

লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের ফলে যে হতাহতের খবর সামনে আসে তাতে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হন। আর এরপর থেকেই গোটা দেশ জুড়ে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে। চিনের এমন আগ্রাসন নীতিকে প্রশ্রয় না দিতে ভারত সরকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে হাঁটে। দেশে ৫৯ মোবাইল অ্যাপ ব্যান করা হয় যার মধ্যে অন্যতম টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার ইট, হ্যালো সহ আরও অনেক অ্যাপ।

টিকটক ব্যান হয়ে যাওয়ার পর থেকেই দেশে টিকটকে ভিডিও তৈরির মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা অনেক ‘তারকা’-ই অসুবিধায় পড়েন। টিকটক ব্যান হওয়ার ফলে রোজগারের পথ হারান অনেকেই। এমত অবস্থায় ভারতে টিকটকের শূন্যস্থান ভরাতে বাজারে আসছে ‘ইনস্টাগ্রাম রিলস’। ফেসবুকের অধীনস্থ ইনস্টাগ্রামের তরফ থেকে জানান হয়েছে, বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের পর থেকে ‘ইনস্টাগ্রাম রিলস’-এ ভিডিও তৈরি করা যাবে। ভারত বিশ্বের চতুর্থ দেশ যেখানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম রিলস ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যেই ব্রাজিল, জার্মানি, ফ্রান্সেও ‘ইনস্টাগ্রাম রিলস’-এর ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই রিলস ব্যবহার করবেন কীভাবে? জেনে নিন –

* মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপটি ইনস্টল করুন। আগে থেকেই যদি অ্যাপটি মোবাইলে থাকে তবে সেটিকে আপডেট করুন।

* এরপর ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে ক্যামেরা অপশন চালু করুন।

* এরপর বোমেরং, সুপারজুম, হ্যান্ডস-ফ্রি এবং লেআউট যেখানে দৃশ্যমান সেখানেই রিলস অপশনটি থাকবে। এবার সেটিকে ক্লিক করুন।

* ক্লিক করার পর ইনস্টাগ্রাম মিউজিক লাইব্রেরি থেকে অডিও বাছাই করুন। ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকেও অডিও বাছতে পারবেন।

* রিলসে ভিডিও এডিটিংয়ের জন্য টাইমার, স্পিড ফিচারগুলিও দেওয়া হয়েছে।

* এছাড়া রেকর্ড করা যাবে নিজের ভয়েস। তারপর শেষে তা শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রামে।

About Author