আজ ৯ই জুলাই, বৃহস্পতিবার। রাশি অনুযায়ী জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।মেষঃ পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। সম্পর্কে প্রীতির উন্মেষ ঘটবে।বৃষঃ আজ আপনি কাছের মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। মানসিক দিক থেকে প্রস্তুত থাকুন।মিথুনঃ কর্মক্ষেত্রে আজ আপনার খুবই ভালো কাটবে। নব কর্মোদ্যম দেখা যাবে জীবনে, সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে।কর্কটঃ আজ আপনি কর্তব্য নিরূপণ হয়ে উঠবেন। বাড়তি দায়িত্ব পেতে পারেন। সব মিলিয়ে দিনটি ভালোই কাটবে।সিংহঃ কর্মক্ষেত্রে আজ কিছু পরিবর্তন দেখা দেবে। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, মনোযোগ সহকারে পালন করার চেষ্টা করুন।কন্যাঃ হঠাৎ করেই আজ বিশিষ্ট জনের সঙ্গ লাভ করতে পারেন। মানসিক দিক থেকে আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে।তুলাঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। কর্মী অসহযোগিতা দেখা দিতে পারে।বৃশ্চিকঃ আজ আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। ফলে মানসিক শান্তি উপভোগ করবেন।ধনুঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি আপনার খুবই শুভ হতে চলেছে। অর্থাগম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।মকরঃ কর্মক্ষেত্রে আপনার কিছু বিশেষ পরিবর্তন ঘটতে পারে। যার ফলে পরিশ্রম অনেকটাই বৃদ্ধি পাবে।কুম্ভঃ পারিবারিক দিক দিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। ফলে দাম্পত্যকলহ দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।মীনঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার ভালো কাটবে না। শ্লেষ্মা বৃদ্ধি পেতে পারে, চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত জরুরি।