Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বস্তির খবর, দেশে বাড়ছে সুস্থতার হার, সুস্থ হয়েছেন ৪,৫৬,৮৩১ জন

দেশে করোনা ভাইরাসের উপদ্রবের পর থেকেই সংক্রমণের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এছাড়া মৃত্যুর সংখ্যাও বাড়ছে ক্রমশ। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে স্পষ্ট যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি…

Avatar

দেশে করোনা ভাইরাসের উপদ্রবের পর থেকেই সংক্রমণের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এছাড়া মৃত্যুর সংখ্যাও বাড়ছে ক্রমশ। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে স্পষ্ট যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি বাড়ছে সুস্থতার হার। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক করোনা ভাইরাসের যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭,৪২,৪১৭ জন। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও বেড়েছে সুস্থতার হার। করোনা ভাইরাসে দেশ জুড়ে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৫৬,৮৩১ জন। সুস্থতার হার ক্রমে বেড়ে ৬১.৫৩ শতাংশে পৌঁছেছে যা আশার আলো জাগিয়ে তুলছে চিকিৎসক মহলে।

যতজনের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে ৮.৬৬ শতাংশের শরীরে করোনা ভাইরাস পজিটিভ এসেছে। অপরদিকে, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ২৩,৮৩৭ জন মানুষ। এছাড়া গত তিনদিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০০-এরও বেশি মানুষ, যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক মহলে। রাজ্যে স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৫ জনের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৮০৭ জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি একদল বিজ্ঞানী জানিয়েছেন, বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনা। তাঁরা দাবি করেছেন, মাত্র দুই মিটার দুরত্বে বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে করোনার জীবাণু। তবে এই দাবি যে সম্পূর্ণ অভ্রান্ত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘হু’-এর তরফে জানান হয়েছে, এই বিষয় খতিয়ে গবেষণা করা হবে। এদিকে দেশের মধ্যে সর্বাধিক করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৫,১৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২,১৭,১২১ জন।

About Author