Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিনকে কোনঠাসা করতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী ড্রোন কিনছে ভারত

লাদাখ সীমান্তে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের পর এবার পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দিচ্ছে চিন। এরই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে Predator-B Drone কেনার প্রস্তুতি শুরু করেছে ভারত। চিন পাকিস্তানকে এমন চারটি…

Avatar

লাদাখ সীমান্তে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের পর এবার পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দিচ্ছে চিন। এরই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে Predator-B Drone কেনার প্রস্তুতি শুরু করেছে ভারত। চিন পাকিস্তানকে এমন চারটি অ্যাটাক দেওয়ার পরই ভারতের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই সিদ্ধান্ত বর্তমানে অতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল। মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যে শক্তিশালী ড্রোন ভারত কিনছে সেই ড্রোনে মিসাইল ও লেজার নিয়ন্ত্রিত বোমা জুড়ে তার সাহায্যে শত্রু শিবিরের উপর অব্যর্থ হানা দিতে সক্ষম।

শুধু তাই নয়, শত্রুদের গতিবিধির উপর নজর রেখে নিজে টার্গেট খুঁজে নিয়ে নির্ভুল আঘাত হানতে সক্ষম এই Predator-B Drone। আর এই ড্রোন ভারতের হাতে পৌঁছলে উত্তর-পূর্ব ভারতে নজরদারি চালানো আরও সহজতর হবে। অপরদিকে, চিন পাকিস্তানকে যে চারটি অ্যাটাক দিচ্ছে তার প্রধান উদ্দেশ্য চিন ও পাকিস্তানের ইকোনমিক করিডোর ও গাদর বন্দরকে রক্ষা করা। বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, আগামীদিনে পাকিস্তানের সঙ্গে সমন্বয়ে ৪৮ জিজে-২ ড্রোন বানাবে চিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমন ড্রোন চিন আগে বিশ্বের অন্যান্য দেশেও বিক্রি করেছে। স্টকহোলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, উইং লুং-১১ এর সংস্করণ এই ৪৮ জিজে-২ ড্রোন আগে চিন আলজেরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি, কাজাখান্তান, তুর্কিমেনিস্তানে বিক্রি করেছে। তাই বর্তমান প্রেক্ষাপটে ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী Predator-B Drone কেনা যুক্তিযুক্ত বলেই মনে করা হচ্ছে।

About Author