Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বব-কাট চুলে নজর কাড়ছে হাতি, নেট দুনিয়ায় ভাইরাল ছবি

ভিন্ন ধারার হেয়ার স্টাইলে শুধুমাত্র চলচ্চিত্র জগতের কলাকুশলীরাই কী শুধু মানুষের নজর কাড়ে? চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের স্টাইলকে পিছনে ফেলে নিজের চুলে বব কাট দিয়ে ইন্টারনেটে রীতিমতো নিজের অনুরাগী তৈরি…

Avatar

ভিন্ন ধারার হেয়ার স্টাইলে শুধুমাত্র চলচ্চিত্র জগতের কলাকুশলীরাই কী শুধু মানুষের নজর কাড়ে? চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের স্টাইলকে পিছনে ফেলে নিজের চুলে বব কাট দিয়ে ইন্টারনেটে রীতিমতো নিজের অনুরাগী তৈরি করে ফেলেছে সেঙ্গামালাম। সেঙ্গামালাম কোনো অভিনয় জগতের নায়িকার নাম নয় বা ভগবানও নয়। সেঙ্গামালাম হল মান্নারগুড়ি শহরের রাজগোপালাস্বামী মন্দিরে থাকা একটি হস্তিনী। যাকে দেখতে রাজগোপালাস্বামী মন্দিরে ভিড় করেন অনেক মানুষ।

কিন্তু তাঁর এত অনুরাগী থাকার কারণ কী? আসলে আর পাঁচটা হস্তিনীর থেকে সেঙ্গামালাম কিছুটা ভিন্ন। তাঁর মাথায় সুন্দর করে কাটা বব কাট চুলের জন্য তাঁকে দেখতে এত মানুষ ভিড় করেন। মান্নাই অনলাইন তথ্য বলছে, ২০১৩ সালে তাঁর মাহুত এস রাজাগোপাল কেরল থেকে তামিলনাড়ুর রাজাগোপালাস্বামী মন্দিরে সেঙ্গামালামকে নিয়ে আসেন। সেঙ্গামালামের এমন বব কাট চুলের জন্য তাঁর মাহুত এস রাজাগোপালেরই নিয়মিত পরিচর্যা ও পরিশ্রম রয়েছে। এজন্য তার নাম ‘বব-কাট-সেঙ্গামালাম’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একদিন আগে ভারতীয় বনবিভাগের একজন আধিকারিক সুধা রামেন টুইটারে টুইট করে ‘বব কাট সেঙ্গামালাম’ নামক হস্তিনীর ছবি শেয়ার করেন। এবং তিনি লেখেন, “নিজের অভিনব চুলের জন্য ইতিমধ্যে অনেক অনুরাগী রয়েছে এই বব-কাট-সেঙ্গামালামের। একে দেখতে হলে তামিলনাড়ু রাজাগোপালস্বামী মন্দিরে যেতে হবে”। তাঁর এই টুইট মূহুর্তে ভাইরাল হয়ে যায়। তাতে প্রায় ১০ হাজারের বেশি লাইক, কমেন্ট আসে। এরপর একে একে অনেকে হস্তিনীর ছবি শেয়ার করে নিজেদের অভিজ্ঞতা জানান।

সেঙ্গামালামের এমন চুল কাটার পিছনে যার পরিশ্রম রয়েছে সেই মাহুত এস রাজাগোপাল সংবাদমাধ্যমকে জানান, ” সেঙ্গামালাম আমার সন্তানের মতো। একদিন ইন্টারনেটে আমি একটি হাতির ভিডিওতে তাঁকে বব কাট দেওয়া চুল দেখি। এরপরই সিদ্ধান্ত নিই সেঙ্গামালামের চুল এভাবে রাখার”। চুলের যত্ন নিতে এস রাজাগোপাল হস্তিনীর চুলে গরমকালে দিনে তিনবার শ্যাম্পু দিতে করান। এছাড়া গরমকালে তাপ থেকে তাঁর হস্তিনীকে স্বস্তি দিতে ৪৫ হাজার টাকার বিশেষ বাথরুম বানিয়েছেন তিনি।

About Author