Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুক্তি পেল সুশান্তের শেষ ছবির ট্রেলার

কৌশিক পোল্ল্যে: অবশেষে অপেক্ষার প্রহর শেষ, মুক্তি পেল অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’র ট্রেলার। আরো একবার বড় পর্দায় সুশান্তের সেই মন মাতানো হাসি এবং অনবদ্য রোমান্স…

Avatar

কৌশিক পোল্ল্যে: অবশেষে অপেক্ষার প্রহর শেষ, মুক্তি পেল অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’র ট্রেলার। আরো একবার বড় পর্দায় সুশান্তের সেই মন মাতানো হাসি এবং অনবদ্য রোমান্স চোখে পড়ল। ডিজনি প্লাস হটস্টারে ২৪ শে জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি তার আগেই সিনেমার ট্রেলার সাড়া ফেলে দিল গোটা দেশে।

গল্প অনুযায়ী অভিনেত্রী সঞ্জনা একজন ক্যান্সারের রোগী এবং তার সঙ্গে প্রেম হয়ে যায় সুশান্তের এরপরই এগোতে থাকে ছবির গল্প যা প্রদর্শন করল একটি মিষ্টি রসায়নের। একটি ভালোবাসার সুন্দর অনুভূতি ফুটে উঠল পর্দায়। ট্রেলার দেখার পর সিনেমাটি দেখার আগ্রহ আরো শতাধিক গুণ বেড়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নবাগতা সঞ্জনা সাঙ্ঘীর সঙ্গে তারা অনস্ক্রিন রসায়ন বেশ মিষ্টি। অন্তহীন স্মৃতি এবং অসমাপ্ত প্রেমের গল্পই বারে বারে বলে যায় এই ছবির প্রেক্ষাপট। সুশান্তের এভাবে চলে যাওয়া বোধহয় কেউই মেনে নিতে পারেননি, নিজের শেষ ছবির ও সাক্ষী থেকে যেতে পারলেন না এই দক্ষ অভিনেতা তবুও ভক্তদের উচ্ছ্বাস কোথাও যেন মনের কোনে বাঁচিয়ে রাখল সুশান্তকে।

 

About Author