Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাদাখে গিয়ে পুজো দিলেন প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল অর্থাৎ শুক্রবার আচমকা লাদাখে গিয়েছিলেন। সেখানে তিনি সিন্ধু দর্শন করে পুজো দিয়েছিলেন। নিমু ইন্দু নদীর তীরে অবস্থিত। সেখানেই তিনি পুজো পাঠ করেন। মোদির সাথে উপস্থিত ছিলেন…

Avatar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল অর্থাৎ শুক্রবার আচমকা লাদাখে গিয়েছিলেন। সেখানে তিনি সিন্ধু দর্শন করে পুজো দিয়েছিলেন। নিমু ইন্দু নদীর তীরে অবস্থিত। সেখানেই তিনি পুজো পাঠ করেন। মোদির সাথে উপস্থিত ছিলেন বিপিন রাওয়াত। এছাড়া সেনাপ্রধান এমএম নারাভানেও আছেন। লে বিমানবন্দরে স্বাগত জানানো হয় মোদিকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের লাদাখে আসার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে শুক্রবার ভোরবেলা মোদি লাদাখে গিয়েছিলেন।

তিনি ১১,০০০ ফুট উঁচুতে, সিন্ধু নদের ধারে লাদাখের নিমুতে ছিলেন। সেখানে সেনা, বায়ু সেনা ও আইটিবিপি কর্মীদের সঙ্গে কথা ও বলেছেন। তারপর দুপুরের দিকে তিনি লেহ-র মিলিটারি হাসপাতালে আহত জওয়ানদের সাথে দেখা করতে গিয়েছিলেন। মূলত সেনার মনোবল বাড়াতে তাঁর এই লাদাখ সফর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেখানে গিয়ে সীমান্তে দাঁড়িয়েই চিনকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বললেন ‘গালওয়ান আমাদের’। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের বীরত্বের জন্যই দেশ আজ সুরক্ষিত।’ লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারত একজোটে লড়াই করবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি সেনা-জওয়ানদের মনোবল বাড়ানোর জন্য তিনি আরও বলেন যে, যে পরিস্থিতিতে সেনারা কঠোর পরিশ্রমে নিজেদের সবটা উজাড় করে দিচ্ছেন, তাতে বারবার প্রমাণিত হয় ভারতীয় সশস্ত্র বাহিনী বিশ্বের সবার চেয়ে শক্তিশালী এবং উন্নত।

প্রসঙ্গত, ১৫জুন লাদাখের গালওয়ানে চিনা অনুপ্রবেশের জেরে ভারত-চিন তুমুল সংঘর্ষ হয়। এতে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন, প্রাণ হারায় বেশ কয়েকজন চিনা সেনা। আবার ৭৬ জন ভারতীয় সেনা গুরুতর আহত হয়েছিলেন। তাদের দেখতেই প্রধানমন্ত্রী এই সফর করেন।

About Author