Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাকে কবরস্থ করার পর কান্নায় ভেঙে পড়লেন সরোজ খানের মেয়ে, দেখুন ভিডিও

২০২০ সালে একের পর এক নক্ষত্রপতন ঘটছে। বলিউডে শুধুই মৃত্যু সংবাদ। কয়দিন আগেই প্রয়াত হলেন অন্যতম প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর গতকাল মধ্যরাতে মারা গেলেন খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান।…

Avatar

২০২০ সালে একের পর এক নক্ষত্রপতন ঘটছে। বলিউডে শুধুই মৃত্যু সংবাদ। কয়দিন আগেই প্রয়াত হলেন অন্যতম প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর গতকাল মধ্যরাতে মারা গেলেন খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সহ বলিউডে। শুক্রবার সকালেই মুম্বইয়ের মালাড-র আওইস-ই-কার্নি মুসলিম কবরস্থানে সরোজ খানকে সমাধিস্ত করা হয়েছে।

আর তাঁকে কবর দেবার পরই কান্নায় ভেঙে পড়লেন  তাঁর দুই মেয়ে। দুই মেয়ে সুকিনা ও হিনার সাথে তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য কবরস্থানের ওখানে উপস্থিত ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, সরোজ খানের মেয়ে জানান, “আমরা আজ সকাল ৭ টা নাগাদ কবর দিয়েছি। আর স্মরণ সভা তিনদিন পরে হবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রায় ৪০ বছরের ও বেশি সময় তিনি বলিউডে যুক্ত ছিলেন। তাঁর অসাধারণ নাচ ও এক্সপ্রেশনে মুগ্ধ হয়েছেন ৮ থেকে ৮০ সবাই। এক সময় তাঁর হাত ধরেই বলিউডের বহু তারকা এসেছিলেন। ২ হাজারের বেশি গানের তিনি কোরিগ্রাফি করেছেন। তাঁর নাচের ভক্ত ছিলেন অসংখ্য মানুষ। তাঁর মৃত্যুতে বলিউডের এক যুগের অবসান ঘটল। তিনি মাত্র ৩ বছর বয়সে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে বলিউডে পা রাখেন। আর তারপরে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

১৯৭৪ সালে প্রথম তিনি স্বাধীন কোরিওগ্রাফার হিসাবে কাজ শুরু করেন। সেই ছবি ছিল গীতা মেরা নাম। তাঁর কয়েকটি বিখ্যাত গান হল-এক দো তিন, হাওয়া হাওয়াই, ডোলা রে ডোলা আরও অনেক। তাঁর নাচে মুগ্ধ সবাই। সরোজ খানের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াতে শোকবার্তা ভরে গিয়েছে। আমজনতা থেকে সেলিব্রিটি সবাই তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

About Author