Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আমি বিধ্বস্ত’! সরোজ খানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মাধুরী দিক্ষিত

প্রয়াত বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। আজ ভোররাতে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোকাহত বলিউড তারকা মাধুরী দিক্ষিত। আজ এই বিষয়ে তিনি ট্যুইট করে বলেন, "বলিউডের…

Avatar

প্রয়াত বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। আজ ভোররাতে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোকাহত বলিউড তারকা মাধুরী দিক্ষিত। আজ এই বিষয়ে তিনি ট্যুইট করে বলেন, “বলিউডের সরোজ বিয়োগে আমি বিধ্বস্ত৷ আমি চিরকাল ওনার প্রতি কৃতজ্ঞ থাকব৷ একজন ভালো মানুষকে হারালাম আমরা৷ আমি তোমায় মিস করব, আমার সমবেদনা রইলো ওনার পরিবারের জন্য।”

উল্লেখযোগ্য, মাধুরী-সরোজ জুটি মানেই তা সবসময় হিট। তাদের একসাথে কাজ মানেই তা সবসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। তার এভাবে চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করলেন এই অভিনেত্রী। কারণ, সরোজ শুধু মাধুরীর গুরুজিই ছিলেন না, ছিলেন বন্ধুও৷ অন্যদিকে মাধুরীর জনপ্রিয়তার পিছনে অবশ্যই সরোজের অবদানও থাকবে৷ তার কারণেই একের পর এক নাচে নিজেকে মেলে ধরতে পেরেছেন মাধুরী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে আজ ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সরোজ খান৷ গত ১৭ই জুন থেকে ভর্তি ছিলেন বান্দ্রার গুরু নানক নামক হাসপাতালে৷ যদিও তার করোনা পরীক্ষাও করা হয়, তবে তার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে৷

About Author