গতকালই ভারত সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়েছে Tiktok সহ ৫৯ টি চীনা অ্যাপ। জানা গিয়েছে এর ফলে ভারতের প্রতি অসন্তুষ্ট হয়েছে বেজিং। ইতিমধ্যেই চীনের বিদেশ মন্ত্রক পরিস্থিতি খতিয়ে দেখার কথা ঘোষণা করেছে। এই বিষয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান জানিয়েছেন, “এই বিষয়টি নিয়ে চীন বেশ চিন্তিত। ভারতে ব্যবসা করা চীনা সংস্থাগুলির অধিকার রক্ষা করার দায়িত্ব ভারতেরই। সেই দিকটি ক্ষুণ্ম করা হচ্ছে।”
উল্লেখযোগ্য, সোমবার TikTok, Wechat, UC Browser সহ মোট ৫৯টি জনপ্রিয় চীনা অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এরপরই সরকারি নির্দেশিকা অনুযায়ী গুগল ও অ্যাপল তাদের প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে এই অ্যাপগুলিকে। যদিও কিছু কিছু ব্যবহারকারীদের স্মার্টফোনে চালু রয়েছে অ্যাপগুলি। তবে আগামী দিনে এগুলি বন্ধ হয়ে যাবে বলে শোনা গিয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে, জনপ্রিয় অ্যাপ Tiktok এর সংস্থা বাইটড্যান্স দাবী করেছে যে তাদের অ্যাপে সিকিউরিটি সংক্রান্ত কোনও ফাঁক নেই। তাই ব্যবহারকারীদের তথ্য চুরি অথবা চীনা সরকারের সঙ্গে কোনও যোগসূত্র থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে তারা। এছাড়াও সরকারের কাছে নিজেদের অ্যাপের সুরক্ষা সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে বেশ কিছু চীনা সংস্থাকে। সেই তথ্যের ভিত্তিতে ব্যান বিষয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা জানিয়ে দেবে ভারত সরকার।