Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা আবহে বড়সড় সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

এবার দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো এসবিআই। করোনা আবহে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত দেশের বৃহত্তম ব্যাংকের।…

Avatar

এবার দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো এসবিআই। করোনা আবহে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত দেশের বৃহত্তম ব্যাংকের। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশে দাঁড়াতে পোর্টাল আনার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। আজ একথা জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার। “ভারত ক্রাফট” নামের এই পোর্টালটি কেন্দ্র সরকার এবং এসবিআই যৌথভাবে চালাবে বলে জানানো হয়েছে।

রজনীশ কুমার জানিয়েছেন, “কিভাবে এই পোর্টালটি চালানো যায় সেই বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নীতিন গড়করি গত বছর ভারত ক্রাফটের ঘোষণা করেছিলেন, তারই প্ল্যাটফর্ম তৈরি করছে এসবিআই। সমস্ত বিষয়ের উপর বিস্তারিত ভাবে কাজ করা হচ্ছে, এবং খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গতবছর ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছিলেন, সরকার আলিবাবার লাইনের উপর ভারত ক্রাফট নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম আনার পরিকল্পনা করছে। যা থেকে আগামী কয়েকবছরে ১০ লক্ষ কোটি টাকার লেনদেন হবে এবং এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি সাহায্য পাবে। দেশের এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিই জিডিপির ২৯ শতাংশ এবং ১১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।

About Author