Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একদম সস্তায় বাজারে এসে গেল অভিনব সামাজিক দূরত্বের স্কুটার, জানুন দাম

বিশ্বজুড়ে করোনা মহামারী ক্রমাগত বেড়েই চলেছে। এখনও পাওয়া যায়নি প্রয়োজনীয় ভ্যাক্সিন। এই পরিস্থিতিতে প্রধান সংক্রমণ রুখতে প্রধান অস্ত্র হল সামাজিক দূরত্ব বজায় রাখা। সেই কথা মাথায় রেখেই বাজারে এসে গেল…

Avatar

বিশ্বজুড়ে করোনা মহামারী ক্রমাগত বেড়েই চলেছে। এখনও পাওয়া যায়নি প্রয়োজনীয় ভ্যাক্সিন। এই পরিস্থিতিতে প্রধান সংক্রমণ রুখতে প্রধান অস্ত্র হল সামাজিক দূরত্ব বজায় রাখা। সেই কথা মাথায় রেখেই বাজারে এসে গেল জেমোপাই মিসো ই স্কুটার। সাধারণত এটি হল সর্বপ্রথম সামাজিক দূরত্বযুক্ত স্কুটার। বেশ অনেকদিন ধরেই শোনা গিয়েছিল বাজারে আসতে চলেছে অভিনব এই স্কুটার। অবশেষে সেটি বাস্তবায়িত হয়েছে।

এই বিষয়ে সংস্থার কর্ণধার অমিত রাজ সিংহ এক সংবাদমাধ্যমকে বলেন, “করোনার কারণে বহু মানুষ ঘরবন্দি। যেহেতু এদিকে গণপরিবহণ ব্যবহার করে কর্মক্ষেত্রে পৌঁছনো সুরক্ষিত নয়। তাই এই পরিস্থিতিতে মিসো স্কুটারই আগামী দিনে বহু মানুষের ভরসা হতে চলেছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে স্কুটারটির শো-রুম মূল্য। ২০০০ টাকায় বুকিং করে মাত্র ৪৪ হাজার টাকায় পাওয়া যাবে এই স্কুটারটি। যারা কিনতে আগ্রহী এখনই বুকিং করলে আগামী মাসেই পেয়ে যাবেন সেটি।

About Author