করোনা সংকট কবে কাটবে? এই নিয়ে গোটা দেশে আলোচনা চলছে। মানুষজন ফোন করেও এই সাল কবে যাবে তাই নিয়ে আলোচনা করছে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে জোর চর্চা চলছে। সবার মনের মধ্যে একটাই প্রশ্ন কবে কাটবে এই করোনা সংকট? এই নিয়েই আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানের বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এ অনুষ্ঠানের ৬৬ তম পর্ব হচ্ছে।
প্রধানমন্ত্রী আজ বলেছেন, “৬-৭ মাস আগেও ভাবা যায়নি যে এরকম কিছু হবে। এই বছর ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মত দুর্যোগ সামনে এসেছে। প্রতিবেশী দেশের দেখেছি। লাদাখে যারা চোখ তুলে তাকিয়েছিল, তাদের বিরুদ্ধে যোগ্য জবাব ও দেওয়া হয়েছে। ভারত চোখে চোখ রেখে জবাব দিতে পারে। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারে। প্রতিরক্ষাক্ষেত্রে এগিয়ে চলেছে ভারত।”