লকডাউনে গ্রাহকদের সুবিধার্থে সব টেলিকম সংস্থাগুলিই কিছু না কিছু নতুন প্ল্যান নিয়ে আসছে। ব্যতিক্রমী নয় রিলায়েন্স জিও। এর আগেও একাধিক সুবিধা নিয়ে এসেছিল তারা। আর এখন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় রিচার্জ প্ল্যান।
যারা খুব বেশি ডেটা নির্ভরশীল তাদের জন্য এই প্ল্যানটি খুবই সুবিধাজনক হবে। কারণ, এই প্ল্যানের আওতায় প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। ৪০১ টাকা মূল্যের এই প্ল্যানে গ্রাহকেরা পাবেন-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রতিদিন ৩ জিবি ডাটা + অতিরিক্ত ৬ জিবি ডেটা + প্রতিদিন ১০০ এসএমএস + জিও থেকে জিও আনলিমিটেড কল + ১০০০ মিনিট নন জিও কল + ১ বছরের হটস্টার সাবস্ক্রিপশন। বৈধতা ২৮ দিন।
এছাড়াও এই একই সুবিধা ভুক্ত ৮৪ দিনের প্ল্যানটির মূল্য ৯৯৯ টাকা, যদিও তাতে হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হবে না।
অন্যদিকে জিওর তরফে আরও একটি প্ল্যান আনা হয়েছে যেটির মূল্য ৩৪৯ টাকা। এটিতে পাওয়া যাবে – প্রতিদিন ৩ জিবি ডেটা + ১০০ এসএমএস + আনলিমিটেড জিও কল + ১০০০ মিনিট ননজিও কল। বৈধতা ২৮ দিন।