Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গায়ের রং কুচকুচে কালো, বিশ্বকে তাক লাগালেন এই মহিলা সুন্দরী

দক্ষিণ সুদানে বাস করছিলেন নিয়াকিম। গায়ের রং তার ভীষণ কালো। এইরকম কালো রংয়ের জন্য তাকে বারবার অপদস্ত হতে হয়েছে। সহ্য করতে হয়েছে নানা কটু কথা। আসলে আমাদের সমাজ সুন্দরী বলতে…

Avatar

দক্ষিণ সুদানে বাস করছিলেন নিয়াকিম। গায়ের রং তার ভীষণ কালো। এইরকম কালো রংয়ের জন্য তাকে বারবার অপদস্ত হতে হয়েছে। সহ্য করতে হয়েছে নানা কটু কথা। আসলে আমাদের সমাজ সুন্দরী বলতে ধবধবে রং কে বোঝায়। কালো কুচকুচে সে আবার সুন্দরী হয় নাকি? কিন্তু নিয়াকিম প্রমাণ করে দিয়েছে, গায়ের রং কালো হলেও সে মডেল হতে পারে।

হাজারো বাধা বিপত্তি কাটিয়ে সে এখন একজন সফল মডেল। কোনদিন গায়ের রং কালো বলে তার কষ্ট হয়নি। বরং এটির জন্য তিনি বেশ গর্বিত। শ্বেতাঙ্গরা তো বটেই, অনেকেই তাঁকে নানাভাবে কটুক্তি করেছেন। সে সব কোন কিছুকেই তোয়াক্কা করেননি এই কৃষ্ণা সুন্দরী। নতুন নাম পেয়েছেন ‘অন্ধকারের রানী’। এই ভাবেই তিনি সেই প্রবাদবাক্য কে বোধ হয় সঠিক করে তুলেছেন, কালো জগতের আলো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গায়ের রং কুচকুচে কালো, বিশ্বকে তাক লাগালেন এই মহিলা সুন্দরী

এই ভাবনাকে তিনি নিজের মনের মধ্যে তৈরি করেছেন। যারা নেতিবাচক কথা বলেন, তাদের থেকে তিনি নিজেকে চিরকাল দূরে সরিয়ে রেখেছিলেন। এই কালো সুন্দরী কোন অংশেই ফর্সা সুন্দরী থেকে কম যান না। বিকিনিতে, টানটান শরীরের মোহময়ী ভঙ্গিতে তিনি যে কোন পুরুষের মন জয় অনায়াসেই করতে পারবেন।

About Author