আগামীকাল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। রাত পোহালেই এই গ্রহণ শুরু হবে। চাঁদ পুরোপুরি সূর্যকে আড়াল করবে। যার ফলে সূর্যকে গোল আংটির মত দেখাবে। কয়েকটি স্থান থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। কলকাতায় কখন দেখতে পাওয়া যাবে এই সূর্যগ্রহন?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানা গিয়েছে, সকাল ১০:৪৬ মিনিটে কলকাতায় সূর্যগ্রহন শুরু হবে। এরপর সর্বোচ্চ পর্যায়ে সূর্যগ্রহণ হবে দুপুর ১২:৩৫ মিনিটে। এই গ্রহণ চলবে দুপুর ২:১৭ মিনিট পর্যন্ত।

এই গ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করবে যার ফলে সূর্যের ৯৯.৪ শতাংশ চাঁদের ছায়ায় ঢেকে যাবে। জানা গিয়েছে, কলকাতায় সূর্যগ্রহনের ৭২ শতাংশ চাঁদের আড়ালে থাকবে সূর্য। রাত পোহালেই তাই আগামীকাল বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখবে মানুষ।