একদিকে করোনা আতঙ্ক, অন্য দিকে ভয়ঙ্কর ভূমিকম্প এই দেশে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি ছিল। যার জন্য লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। রীতিমত প্রাণ বাঁচানোর তাগিদে মানুষজন ছোটাছুটি শুরু করে দেয়।
ঘটনাটি ঘটেছে নিউ জিল্যান্ডের নর্থ-ইস্ট রিজেয়নে। বৃহস্পতিবার ভূমিকম্পে কেঁপে উঠেছে এই দেশ। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩০০ কিলোমিটার নীচে এর উৎসস্থল বলে জানা যাচ্ছে। স্থানীয় আবহাওয়া দফতর জানাচ্ছে কারমাডেক আইল্যান্ড এলাকাই এই কম্পনের উৎস। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভূমিকম্পের পর অনেকবার আফটার শক ও হয়েছে। যার ফলে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে মানুষদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ভূমিকম্পের তীব্রতা দেখে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।