করোনা আবহে একত্রে ভিড় এড়াতে দীর্ঘদিন ধরেই যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রেখেছিল ভারতীয় রেল। করোনা সংক্রমণের প্রথম দিকে প্রধানমন্ত্রীর ডাকা জনতা কার্ফুর দিন থেকেই দেশে বন্ধ রয়েছে রেল পরিষেবা। পরে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে বেশ কিছু শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
অবশ্য এরপরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার দিকে নজর দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা। দেশের অর্থনীতিকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে নির্দিষ্ট অঞ্চলে আরও ২০০ টি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার, লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল। মুম্বাই সহ অন্যান্য শহরে ইতিমধ্যে চালু হয়েছে লোকাল ট্রেনের পরিষেবা। এবার চালু হবে পশ্চিমবঙ্গেও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে, লোকাল ট্রেন চালু হলেও উঠছে না বিধিনিষেধ। যে কারণে, লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার আমূল পরিবর্তন আনা হচ্ছে কলকাতা শহর ও শহরতলীর স্টেশনগুলোতে। ভারতীয় রেল সূত্রে জানা গেছে, স্টেশনে প্রবেশ ও প্রস্থানের জন্য একটি করে নির্দিষ্ট পথ থাকবে। সেই পথে প্রবেশের সময় যাত্রীদের থার্মাল চেকিং করা হবে।
একইসঙ্গে, সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সমস্ত যাত্রীকে। শুধু তাই নয়, বদল আনা হয়েছে ট্রেনে ওঠানামার ক্ষেত্রেও। ১২ কামরার ইএমইউ লোকালে আগে খাতায় কলমে ১৪৮৮ জনকে ওঠার অনুমতি দেওয়া হত। এবার করোনা মহামারি পরিস্থিতিতে কোপ পড়ছে সেই সংখ্যায়। ইএমইউ লোকালে বর্তমানে ৭০০ থেকে ৭৫০ জনকে ওঠার পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছে রেল।