কৌশিক পোল্ল্যে: কয়েক দশক পর আবারো শুরু হলো ভারত-চীন সংঘর্ষ। আর ঠান্ডা লড়াই নয়, এবার প্রকাশ্যে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আক্রমণ করল চীন। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও। ইতিমধ্যেই কুড়ি জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ার কথা খবর প্রকাশিত হয়েছে। এই দুঃসংবাদ পেয়ে শোকস্তব্ধ গোটা দেশ। ফিল্মসিটি মুম্বাইতেও এই মর্মে সরব হয়েছেন বহু সিনেতারকা। ট্যুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট মারফৎ সকলেই মৃত জওয়ানদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
ভারতীয় জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করলেন দেশের আর এক রিয়েল হিরো অক্ষয় কুমার। দেশের সেনাবাহিনী যেমন বর্ডারে দাঁড়িয়ে ক্রমাগত দেশের রক্ষার্থে লড়ে চলেছে ঠিক তেমনই দেশের অন্দরে ঢাল হয়ে বিভিন্ন কঠিন পরিস্থিতির সঙ্গে ক্রমাগত লড়ে চলেছেন এবং দুস্থ ও অসহায়দের সাহায্য করে চলেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। ট্যুইটে অক্ষয় লিখলেন, “ওই সাহসী যোদ্ধাদের জন্য শোকস্তব্ধ। দেশের নিরাপত্তা রক্ষায় তাদের অবদানের ঋণ কখনোই পরিশোধ করা যাবে না। ওদের পরিবারকে গভীর সমবেদনা জানাই”।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইদানিং সময়টা একেবারেই ভালো কাটছে না স্টুডিও পাড়ায়। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর সকলকে নাড়িয়ে দিয়েছে। নিস্তব্ধ ফিল্মসিটিতে নেপোটিজম নিয়ে গর্জে উঠছেন নেটিজেনরা। স্বজনপোষণ ইস্যুতেই তির্যক মন্তব্য ছুড়ে দিচ্ছেন ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা, প্রযোজক ও পরিচালকদের দিকে। সেই তালিকায় করন জোহর, সলমান খান, মহেশ ভাট প্রমুখ এদের নামই সবচেয়ে বেশি সামনে আসছে। তাদের কুশপুত্তলিকা পুড়িয়ে তাদের বিরুদ্ধে মামলার আর্জি জানিয়েছে পাটনাবাসীরা।