Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘরের ছেলের অকাল মৃত্যুতে ক্ষুব্ধ জনতা, সলমান-করণ জোহরদের কুশপুতুল পোড়ালো পাটনাবাসী

কৌশিক পোল্ল্যে: ঘরের ছেলের অকাল মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না পাটনাবাসী। তার ওপর সুশান্তের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে অসংখ্য জমাট রহস্য, যার সমাধানে চলছে চুলচেরা তদন্ত। এসবের মাঝেই…

Avatar

কৌশিক পোল্ল্যে: ঘরের ছেলের অকাল মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না পাটনাবাসী। তার ওপর সুশান্তের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে অসংখ্য জমাট রহস্য, যার সমাধানে চলছে চুলচেরা তদন্ত। এসবের মাঝেই গতকাল রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন অগনিত পাটনাবাসী। অভিনেতা সুশান্ত সিং রাজপুত ছিলেন সমগ্র পাটনার গর্ব, সেই দুঃখে ক্ষোভে ফেটে পড়ে প্রকাশ্যে সলমান খান ও পরিচালক করণ জোহারের কুশপুতুল পোড়ানো হলো।

সম্প্রতি কঙ্গনা রানাউতের একটি ভিডিওতে নেপোটিজম বা স্বজনপোষণের বিষয়টি আরও জোরালো হয়। কঙ্গনা স্পষ্টই জানান, বলিউড ইন্ডাস্ট্রির কূটনীতিই সুশান্তকে মেরে ফেলেছে। এত সংঘর্ষ করে সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখে দক্ষ অভিনয় করা সত্ত্বেও সুশান্ত কোনো রকম সম্মান বা স্বীকৃতি পায়নি সেই জায়গায় অন্যান্য স্টারকিডরা ডেবিউ ফিল্মের জন্যই তিন চারটে করে অ্যাওয়ার্ড বা সম্মান পেয়েই থাকেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘরের ছেলের অকাল মৃত্যুতে ক্ষুব্ধ জনতা, সলমান-করণ জোহরদের কুশপুতুল পোড়ালো পাটনাবাসী

ইন্ডাস্ট্রিতে কোন গডফাদার না থাকার ফলে আজ সুশান্তের এই পরিণতি দাবি কঙ্গনার। আউটসাইডার হয়ে ফিল্মসিটিতে টিকে থাকা সত্যিই যথেষ্ট কঠিন বিষয়। এর উপর কারন জোহরের মত পরিচালক সুশান্তকে খানিক এড়িয়ে চলতেন। একের পর এক ছবিতে বাদ পড়ত অভিনেতা সুশান্তের নাম। একই পন্থায় হেঁটেছেন সলমান খান, তার জন্য বহু উঠতি স্টারের ক্যারিয়ার শুরুতেই ধ্বংস হয়ে গিয়েছিল।

সুশান্তের আত্মহত্যা নিয়ে ক্রাইম ব্রাঞ্চ প্রতিনিয়ত কাজ করে চলেছে। কারণটা হয়তো খুব শীঘ্রই প্রকাশ্যে চলে আসবে এই বিষয়ে আশাবাদী মুম্বাই পুলিশ, এই মর্মে অভিনেতার ঘনিষ্ঠ কয়েকজনকে জেরা করা হবে, তালিকায় রয়েছেন সুশান্তের বর্তমান প্রেমিকা রিয়া চক্রবর্তীও। তবে নেপোটিজমের রাজত্ব আর কিছুতেই মেনে নিতে পারছেন না দেশবাসী, সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে মিমস ও ট্রোলের বন্যা। আরও এক ধাপ এগিয়ে ময়দানে নেমে পড়লেন পাটনাবাসী। বলিউডের হর্তাকর্তাদের কুশপুতুল পুড়িয়ে এবং সুশান্তের আত্মার শান্তি কামনায় মোমবাতি হাতে মৌনমিছিলে নামলেন স্থানীয় বাসিন্দারা।

About Author