Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের কলকাতার পাশে কিং খান, আমফানে ক্ষতিগ্রস্থ বই পাড়াকে বিপুল অনুদান KKR-এর

গত ২০শে মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্য তছনছ হয়ে গিয়েছিল সুপার সাইক্লোন আমফানের তান্ডবে। আর তার মধ্যে কলকাতার বইপাড়াতেও হয়েছে বিপুল আর্থিক ক্ষতি। এবার বইপাড়ার পাশে দাঁড়াল বলিউড কিং…

Avatar

গত ২০শে মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্য তছনছ হয়ে গিয়েছিল সুপার সাইক্লোন আমফানের তান্ডবে। আর তার মধ্যে কলকাতার বইপাড়াতেও হয়েছে বিপুল আর্থিক ক্ষতি। এবার বইপাড়ার পাশে দাঁড়াল বলিউড কিং খানের কেকেআর। এবার বইপাড়াকে নতুন ভাবে সাজিয়ে তুলতে আর্থিক ভাবে পাশে দাঁড়ালেন শাহরুখ। জানা গিয়েছে, আমফান তান্ডবের জেরে বহু ছোটো ছোট ব্যবসায়ীর বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গিয়েছে ও জলে ভেসে গিয়েছে প্রচুর বই।

মঙ্গলবার দ্বীপ প্রকাশনীর তরফে জানান হয়েছে, কলকাতা নাইট রাইডার্স পশ্চিমবঙ্গ প্রকাশক সভার কাছে আড়াই লক্ষ টাকা তুলে দিয়েছে। আর সেই টাকা যেসমস্ত ছোটো ছোটো ব্যবসায়ীরা আমফানের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইশোর টুইট করে জানিয়েছেন, এই উদ্যোগে তিনি জড়িয়ে থাকতে পেরে আপ্লুত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পশ্চিমবঙ্গ প্রকাশক সভা ধন্যবাদ জানিয়েছে শাহরুখ খান ও তাঁর গোটা দলকে। দ্বীপ প্রকাশনীর তরফ থেকে দীপ্তাংশু মন্ডল জানিয়েছেন, “শাহরুখ খান কলকাতাকে সত্যিই ভালোবাসেন। তিনি বুঝিয়ে দিয়েছেন শুধু ব্যবসার জন্যই তিনি কলকাতায় আসেন না। তিনি এই শহরকে ভালোবাসেন। তাঁকে ও তাঁর টিমকে অসংখ্য ধন্যবাদ”। এছাড়া আমফানের তান্ডবে কলকাতা জুড়ে ভেঙে পড়ে লক্ষাধিক গাছ। এরপর কলকাতা নাইট রাইডার্সের তরফে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

About Author