Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে তৈরি করোনার ওষুধ, আবিষ্কার করেছেন রামদেবের পতঞ্জলি

করোনা ভাইরাসের ওষুধ বের করে ফেলেছেন তাঁরা। ৫ থেকে ১৪ দিনের ওষুধ প্রয়োগে সেরে তোলা যাবে করোনা আক্রান্ত রোগীকে। এমনই দাবি করলেন পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও আচার্য…

Avatar

করোনা ভাইরাসের ওষুধ বের করে ফেলেছেন তাঁরা। ৫ থেকে ১৪ দিনের ওষুধ প্রয়োগে সেরে তোলা যাবে করোনা আক্রান্ত রোগীকে। এমনই দাবি করলেন পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও আচার্য বালকৃষ্ণ। গোটা বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা যখন হন্যে হয়ে খুঁজে চলেছেন করোনা ভাইরাসের প্রতিষেধক ওষুধ। তখন পতঞ্জলির সিইও বালকৃষ্ণের দাবি আলোড়ন উঠেছে দেশে। বালকৃষ্ণ দাবি করেছেন, এই ওষুধ ১০০ শতাংশ সফল। কয়েকশো রোগীর উপর প্রয়োগ করা হয়েছে পতঞ্জলির এই ওষুধ, এমনটাই জানিয়েছেন তিনি।

বালকৃষ্ণ আরও জানিয়েছেন, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের শুরু হলে, এর প্রতিষেধক তৈরিতে সচেষ্ট হয় পতঞ্জলি। যে কাজে নিযুক্ত করা হয় বিজ্ঞানীদের একটি দলকে। সর্বপ্রথম সাইমুলেশন করেন তারা। জীবাণুর সঙ্গে লড়াই করতে সক্ষম ও শরীরে ভাইরাসের সংক্রমণ রোধে কার্যকরী যৌগগুলোকে চিহ্নিত করা হয়। এরপরই কয়েকশো করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে ক্লিনিক্যাল টেস্ট করা হয়। এই টেস্ট ১০০ শতাংশ সফল হয়েছে বলে দাবি করেছেন বালকৃষ্ণ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আয়ুর্বেদের মাধ্যমেই করোনা সারিয়ে তোলা যাবে বলে দাবি করেছেন তিনি। বর্তমানে নিয়ন্ত্রিত হারে এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হলেও সামনের এক সপ্তাহের মধ্যেই এর ব্যাপকতা প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছেন বালকৃষ্ণ। প্রসঙ্গত, করোনা চিকিৎসায় ব্যবহার করা যায় এমন আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধের তালিকা প্রস্তুত করতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। অগস্ত্য হরিতকী থেকে আয়ুশ ৬৪ সব রয়েছে টাস্ক ফোর্সের এই ওষুধের তালিকায়।

About Author