Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মন্দিরের মধ্যে রয়েছে ঝুলন্ত স্তম্ভ, তবুও মন্দির ভেঙে পড়েনি, জেনে নিন লিপকসি মন্দিরের রহস্য

শ্রেয়া চ্যাটার্জি - আমাদের ভারতবর্ষে রয়েছে নানান রকমের মন্দির। আর সেই মন্দিরের মধ্যে রয়েছে কতনা রহস্য। অন্ধ্রপ্রদেশ এর অনন্তপুর জেলায় অবস্থিত লিপকসি মন্দির। মন্দির প্রাঙ্গণে গেলে আপনি একটি অদ্ভুত রহস্য…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – আমাদের ভারতবর্ষে রয়েছে নানান রকমের মন্দির। আর সেই মন্দিরের মধ্যে রয়েছে কতনা রহস্য। অন্ধ্রপ্রদেশ এর অনন্তপুর জেলায় অবস্থিত লিপকসি মন্দির। মন্দির প্রাঙ্গণে গেলে আপনি একটি অদ্ভুত রহস্য দেখতে পাবেন। চোখের সামনে কতগুলো স্তম্ভ দেখবেন। কিন্তু আপনি ভাববেন এতে আবার রহস্যের কি আছে। কতগুলি স্তম্ভ পুরো ঝুলন্ত অবস্থায় রয়েছে অর্থাৎ তারা মন্দিরের মাটি স্পর্শ করেনি। বিশ্বাস না হলে একটা কাপড় দিয়ে স্তম্ভের নিচ দিয়ে বুলিয়ে যাবেন দেখবেন আপনার কাপড়টি কোথাও আটকাচ্ছে না। এই মন্দিরে ঝুলন্ত স্তম্ভের সংখ্যা ৭০ টি। কিন্তু ওমন কোন স্তম্ভ যদি এভাবে ঝুলে থাকে তাহলে মন্দিরটি কি করে দাঁড়িয়ে আছে? মন্দিরটি তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু তা হয় না এইখানেই মন্দিরের রহস্য।

ওই স্তম্ভের নিচে কাপড় বোলাতে এখানকার ভক্তদের দেখা যায়। কারণ তারা মনে করেন, এমনটা করলে জীবনের সমৃদ্ধি বাড়বে। অবশ্য অনেক অনেকে বিষয়টা সত্যি না মিথ্যা তা তা জানার জন্য পরীক্ষা করে থাকেন। মধ্যযুগে মন্দিরের নাম ছিল বীরভদ্র মন্দির। লিপকসি গ্রামে অবস্থানের কারণে এই মন্দিরের নাম হয়ে যায় লিপকসি মন্দির। এ মন্দির নিয়ে নানা গল্প কথা প্রচলিত আছে। নির্মাণের খরচ রাজার দেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তিনি দেননি। তাই ক্ষুব্ধ হয়ে রাজকোষের দায়িত্বে থাকা ভীরুপান্না রাজাকে বিষ প্রয়োগে হত্যা করতে চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাজা তখন তার চোখ তুলে নেওয়ার আদেশ দিলে ভীরু নিজেই তার চোখ উপড়ে ফেলেন সেই মন্দিরে স্থানে। সেখানে এখনো ভীরুর রক্তের দাগ আছে বলে ভক্তরা বিশ্বাস করেন। তবে এমন ঝুলন্ত স্তম্ভের রহস্য কি, এটা জানতে অনেকেই চেষ্টা করেছেন কিন্তু প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন। রহস্য ছাড়াও মন্দিরের দেওয়ালের কারুকার্য অসাধারণ স্থাপত্যশৈলী দেখে আপনার তাক লেগে যাবে।

About Author