গতকাল মুম্বাইয়ে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। আজ তাঁর মৃতদেহ দেখতে হাসপাতালে পৌঁছলেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী।
গতকাল থেকে সুশান্তের মৃত্যুর পর থেকে রিয়া চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারও ফোনও ধরেননি সারাদিন। অবশেষে দেখতে গেলেন সুশান্তকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমুম্বাইয়ের এন কুপার জেনারেল হাসপাতালে সুশান্তকে দেখতে যান রিয়া। সম্পূর্ণ সাদা পোশাকে, মুখে সাদা মাস্ক পরে সংবাদ মাধ্যমকে এড়িয়ে হাসপাতালে পৌঁছান তিনি।
#RheaChakraborty snapped at Cooper Hospital#ripsushanthsinghraput #gonetoosoon pic.twitter.com/DAX4itIYBY
— FilmyDotcom (@dotcom_filmy) June 15, 2020