কৌশিক পোল্ল্যে: লকডাউনের মাঝেই করোনা আবহে এক নতুন ফ্যাসাদে জড়িয়ে পড়লেন ‘বাহুবলী’ খ্যাত ‘শিবগামী দেবী’ চরিত্রে অভিনয়কারী রামিয়া কৃষ্ণণ। অভিনেত্রীর গাড়ি থেকে উদ্ধার হলো 96 টি মদের বোতল এবং আটটি লিকারের বোতল। গাড়িতে চালকসহ উপস্থিত ছিলেন অভিনেত্রী এবং তার বোন।
লকডাউন শিথিল হলেও যানচলাচলের দিকে কড়া নজর রাখছিলেন চেন্নাই পুলিশ। কোন গাড়ি কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে এসবের তদারকিতেই নিযুক্ত ছিলেন ওই পুলিশকর্মীরা, এর মাঝেই অভিনেত্রীর গাড়ি তল্লাশি করে উদ্ধার হল এই একশোটিরও বেশি মদের বোতল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউপযুক্ত কারণ না দেখাতে পারায় পুলিশের খপ্পরে পড়ে যান অভিনেত্রী ও তার বোন সহ গাড়ির ড্রাইভার। তৎক্ষণাৎ গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য জরিমানা দিয়ে জেল থেকে ছাড়ানো হয় ড্রাইভারকে। কেন এইভাবে মদের বোতল নিয়ে ফিরছিলেন অভিনেত্রী সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। সমস্ত ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে এক জমাট রহস্য।
উল্লেখ্য মদ বা বিয়ারের প্রতি তারকাদের আসক্তি কোন নতুন বিষয় নয়। এর আগেও লকডাউনে মদের দোকান খোলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। বেশ কয়েকদিন আগেই মদের বোতল কিনতে গিয়ে ধরা পড়েন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুর। এমত অবস্থায় অত্যাবশ্যকীয় দ্রব্য বাদ দিয়ে মাদকদ্রব্যের প্রতি আসক্তি কতখানি যুক্তিযুক্ত সেই প্রশ্নই উঠছে সিনেমহলে।