Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিছকই আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, কোন তথ্য বেরিয়ে এলো সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টে?

কৌশিক পোল্ল্যে: বলিউড জগতের অন্যতম নক্ষত্র পতন ঘটলো অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে। এমন আকস্মিক ঘটনার অনুমান বোধহয় কেউই করতে পারেননি। সারাক্ষণ হাসিখুশি থাকতেই দেখা যেত এই অভিনেতাকে,…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউড জগতের অন্যতম নক্ষত্র পতন ঘটলো অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে। এমন আকস্মিক ঘটনার অনুমান বোধহয় কেউই করতে পারেননি। সারাক্ষণ হাসিখুশি থাকতেই দেখা যেত এই অভিনেতাকে, কিন্তু ওই হাসি মুখের আড়ালেই ছিল একরাশ চাপা কষ্ট। মানসিক অবসাদের কালোছায়া অভিনেতার জীবনে ঘনিয়ে নেমে এসে কেড়ে নিয়ে গেল একটি স্বতঃস্ফূর্ত প্রাণ।

তার মৃত্যু ঘিরে নানান রহস্য ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। কেন এই মৃত্যু সেই তদন্তে ক্রমাগত কাজ করে চলেছে মুম্বাই পুলিশ। অভিনেতার পরিবারের দাবি এটি কোনো আত্মহত্যার ঘটনা নয় বরং একটি পরিকল্পিত খুন। গতকালই অভিনেতার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল ভিন্ন তথ্য। আত্মহত্যাতেই প্রাণ গিয়েছে অভিনেতার, জানালেন ডক্টর আর এন কুপার। তবে অভিনেতার শরীরে কোন বিষ বা ড্রাগ ছিল কিনা সেটি জে জে হাসপাতলে পরীক্ষা করা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মৃত্যুর আসল কারণ জানতেই চুলচেরা তদন্তে নেমেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ, এই মর্মে অভিনেতার বান্দ্রার আবাসনটিও তারা ভালোভাবে লক্ষ্য করছেন নতুন কোনো তথ্যের সন্ধানে। সুশান্তের বাড়ির পরিচারিকারা জানান, রবিবার সকালে জুস নিয়ে নিজের রুমে ঢুকে যান অভিনেতা এরপর আর তাকে বেরোতে দেখা যায়নি। দুপুরের দিকে মৃতদেহটি সিলিং থেকে ঝুলতে দেখে ওই পরিচারিকাই পুলিশে খবর দেন।

About Author