Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুশান্তের মৃত্যুর খবর শুনে তৎক্ষণাৎ ফোন কেটে দিলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা

কৌশিক পোল্ল্যে: গতকাল একটি চরম দুঃসংবাদ নাড়া দিয়ে গেল গোটা বলিউডকে। গোটা দেশ হতবাক এই ৩৪ বছর বয়সী অভিনেতার আকস্মিক মৃত্যুতে। মানসিক অবসাদের কালো মেঘ ঘনিয়ে এসেছিল তার জীবনে সেই…

Avatar

কৌশিক পোল্ল্যে: গতকাল একটি চরম দুঃসংবাদ নাড়া দিয়ে গেল গোটা বলিউডকে। গোটা দেশ হতবাক এই ৩৪ বছর বয়সী অভিনেতার আকস্মিক মৃত্যুতে। মানসিক অবসাদের কালো মেঘ ঘনিয়ে এসেছিল তার জীবনে সেই কারণেই হয়তো জীবন পরিণতির অনেক আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন রুপোলি পর্দার এমএস ধোনি। একের পর এক ছবিতে তার দক্ষ অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। সিনেপাড়ার প্রথম সারির অভিনেতাদের তালিকায় তার নামটিও অন্তর্ভুক্ত ছিল। তবে কেন এই বিষন্নতা? কেন এরকম পরিণতির শিকার হলেন সুশান্ত? পুলিশি তদন্তের পরই হয়তো সবটা প্রকাশ্যে আসবে।

বলিউড সিনেমা জগতে পরিচিতি লাভের পূর্বে একটি সুপারহিট ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেতা। একতা কাপুরের প্রযোজনায় সেই ধারাবাহিকের নাম ছিল ‘পবিত্র রিস্তা’। এই মেগাসিরিয়ালে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সিরিয়াল চলাকালীনই উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। অঙ্কিতা ও সুশান্তের প্রেম কাহিনী ইন্ডাস্ট্রিতে কারোরই অজানা ছিল না। তবুও পরিণতি পায়নি সে সম্পর্ক, অঙ্কিতা অন্য কারোর সাথে ঘর বাঁধেন এবং সুশান্ত হয়ে যান একা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গতকাল অভিনেতার মৃত্যুতে যেখানে গোটা বলিউড স্তম্ভিত এমত অবস্থায় সংবাদমাধ্যমের তরফ থেকে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেকে ফোন করা হয়। সুশান্তের মৃত্যুর খবর তাকে জানানো হলে অভিনেত্রী বিস্মিত সুরে ‘কি!!!!… ’ বলে ফোনটি রেখে দেন। সম্পর্ক ভেঙেছিল সুশান্তের সঙ্গে তা বলে অভিনেতার এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারলেন না অঙ্কিতা। অন্যদিকে একই রকম প্রতিক্রিয়া পাওয়া গেল সুশান্তের বর্তমান প্রেমিকা রিয়া চক্রবর্তীর কাছ থেকেও।

পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে অভিনেতা আত্মহত্যাই করেছেন এবং আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে, তবে এই ঘটনার তদন্ত চলবে বলে আশ্বাস দিয়েছেন মুম্বাই পুলিশ কর্তৃপক্ষ। যদিও সুশান্তের পরিবার এটিকে আত্মহত্যা না বলে একটি পরিকল্পিত খুনের তকমা দিয়েছেন।

About Author