Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা, শহীদ হন এক জওয়ান, পাল্টা জবাব ভারতেরও

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালালো পাক সেনা। শনিবার রাত থেকে ভারতকে লক্ষ্য করে মর্টার হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা। শনিবার রাতে মর্টার হামলায় এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয় এবং…

Avatar

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালালো পাক সেনা। শনিবার রাত থেকে ভারতকে লক্ষ্য করে মর্টার হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা। শনিবার রাতে মর্টার হামলায় এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয় এবং তিন জওয়ান আহত হয়। সেনা সূত্রে জানা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার রামপুর সেক্টরের কাছে মর্টারের হামলা চালাচ্ছে পাক সেনা। গত তিনদিনে এই নিয়ে তিনবার উত্তর কাশ্মীরে এবং দুইবার রামপুর সেক্টরে গুলি চালালো পাক সেনা।

শনিবার উরি সেক্টরে গুলি চালায় পাক সেনা। পাক সেনার গুলিতে এক মহিলার মৃত্যু হয়। তারপর রবিবার সকাল থেকে আবার নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে থাকে পাক সেনা। প্রতিরক্ষা মুখপাত্র রাজেশ কালিয়া জানিয়েছেন, “রবিবার সকাল থেকেই বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে থাকে পাক সেনা। ভারতীয় সেনার তরফে পাল্টা জবাব দেওয়া হয়।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত এক মাসে জম্মু-কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলায় পাক সেনার গুলি চালানোর ঘটনায় তিন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, শনিবার গভীর রাত থেকে পুঞ্চ জেলার শাহপুর এলাকায় ভারী গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। কিছু সময় পর থেকে ভারতীয় সেনাও জবাব দেওয়া শুরু করে। সেখানেই চার ভারতীয় জওয়ান আহত হন, তাদের হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় একজনের।

About Author