Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার গুগল ম্যাপে রাস্তা চেনাবে অমিতাভ বচ্চন, শাহেনশাহ-র কাছে প্রস্তাব গুগলের

রাস্তায় চলতে চলতে গুগল ম্যাপ আমরা কমবেশি সকলেই ব্যবহার করেছি বা করি। গুগল ম্যাপে সাধারণত একজন পুরুষের কন্ঠস্বরই আমরা শুনেছি বারবার। কিন্তু যদি এমন হয়, আপনি রাস্তা চেনার জন্য গুগল…

Avatar

রাস্তায় চলতে চলতে গুগল ম্যাপ আমরা কমবেশি সকলেই ব্যবহার করেছি বা করি। গুগল ম্যাপে সাধারণত একজন পুরুষের কন্ঠস্বরই আমরা শুনেছি বারবার। কিন্তু যদি এমন হয়, আপনি রাস্তা চেনার জন্য গুগল ম্যাপ খুললেন এবং আপনার প্রিয় তারকা এসে আপনাকে রাস্তা চিনিয়ে দিলো? আপনার প্রিয় তারকা বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন এসে আপনাকে রাস্তা বলে দিলো তো কেমন হবে ব্যাপারটা? শুনতে একটু অবাক লাগলেও ঠিক এমনটাই ভাবছে গুগল। এবার থেকে গুগল ম্যাপে খোদ অমিতাভ বচ্চনের কন্ঠস্বর শুনতে পারবেন আপনি। শোনা যাচ্ছে, গুগলের তরফে অমিতাভ বচ্চনকে প্রস্তাব দেওয়া হয়েছে গুগল ম্যাপে তার কন্ঠস্বর দেওয়ার জন্য।

সূত্রের খবর অনুযায়ী, গুগলের তরফে ইতিমধ্যেই অমিভাত বচ্চনের সাথে আলোচনা করা হয়ে গিয়েছে এবং মোটা অংকের টাকার বিনিময়ে অমিতাভ বচ্চনও এই প্রস্তাবে রাজি। যদিও গুগল বা অমিতাভ বচ্চন কোনো পক্ষ থেকেই এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি। বর্তমানে আমরা গুগল ম্যাপে যার কন্ঠস্বর শুনতে পাই তিনি হলেন আমেরিকান শিল্পী ক্যারেন জ্যাকবসন। যদিও তিনি ইংরেজিতেই আমাদের রাস্তা চেনান। অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর ব্যবহার হলে তা ব্যবহার করা হবে হিন্দির ক্ষেত্রে। ইংরেজিতে জ্যাকবসনের কন্ঠস্বরই শোনা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগে গুগল ম্যাপে ভারতীয় কোনো শিল্পীর কন্ঠস্বর ব্যবহার হলেও তা ছিল প্রচারের জন্য। ‘ঠাগস অফ হিন্দুস্তান’ সিনেমার জন্য আমির খানের কন্ঠ ব্যবহার হয়েছিল গুগল ম্যাপে, কিন্তু পরে সেটা আবার সরিয়েও নেওয়া হয়। সেই অর্থে পুরো সময়ের জন্য এই প্রথম কোনো ভারতীয় শিল্পীর কন্ঠ ব্যবহার হবে গুগল ম্যাপে। অমিতাভ বচ্চন যদি গুগলের প্রস্তাবে রাজি হন, তাহলে তিনি বাড়ি থেকেই তার ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন। দেশের প্রিয় তারকার কন্ঠস্বর আপনাকে রাস্তা চিনিয়ে দেবে, ব্যাপারটা মন্দ নয় কিন্তু!

About Author