Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবশেষে মাটি খুঁড়ে উদ্ধার হল হরপ্পা সভ্যতার দুই মানব কঙ্কাল

শ্রেয়া চ্যাটার্জি - পুরুষ মানুষের বয়স ৩৫ বছর মহিলাদের বয়স ২২ বছরের কাছাকাছি। এমন কঙ্কাল পাশাপাশি শুয়ে থাকা অবস্থায় পাওয়া গেল। প্রত্নতাত্ত্বিকরা অনুমান করছেন তাদের স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে, কারণ তাদের…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – পুরুষ মানুষের বয়স ৩৫ বছর মহিলাদের বয়স ২২ বছরের কাছাকাছি। এমন কঙ্কাল পাশাপাশি শুয়ে থাকা অবস্থায় পাওয়া গেল। প্রত্নতাত্ত্বিকরা অনুমান করছেন তাদের স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে, কারণ তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

হরিয়ানার রাখিগারহি প্রত্নস্থল থেকে সম্প্রতি পুনে আর সাউথ কোরিয়ার কয়েক দল প্রত্নতাত্ত্বিক এবং বৈজ্ঞানিকরা ৫০০ সেন্টিমিটার গভীর স্তর থেকে এই দুটি কঙ্কাল পেয়েছেন। কঙ্কালগুলির হাতগুলি প্রসারিত ছিল তা দেখে গবেষকরা অনুমান করছেন এরা বোধ হয় দম্পতি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রায় সাড়ে চার হাজার বছর আগেকার। পুরুষটি লম্বায় ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলাটি লম্বায় ৫ ফুট ২ ইঞ্চি। বিজ্ঞানীদের ভাষায়, তারা হৃষ্টপুষ্ট অবস্থাতেই মারা গেছেন। সাধারণত এই ধরনের কবরস্থান গুলি বসতি স্থানের থেকে এক কিলোমিটার দূরে হয়। হরপ্পা সভ্যতায় অনেকগুলি এমনও কঙ্কাল পাওয়া গেছে। যাদেরকে একটা পাত্রের মধ্যে গয়না, অস্ত্রশস্ত্র দিয়ে রাখা হয়েছে আসলে, হরপ্পাবাসী  পরজন্মে বিশ্বাস করতেন। প্রত্নতত্ত্ববিদরা বলছেন, এই দম্পতিরা খুব ঘনিষ্ঠ অবস্থায় মারা গেছেন এবং তাদের দুজনেরই মৃত্যু একই সময় হয়েছে। কিন্তু কিভাবে হয়েছে তা এখনও বোঝা সম্ভব হয়নি।

About Author