Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়

বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলির তালিকা প্রকাশ করে আসছে। যার নাম হল "ন্যাশনাল ইনস্টিটিউট রাঙ্কিং ফ্রেমওয়ার্ক।" বিভিন্ন জিনিসের ভিত্তিতে এই ফল…

Avatar

বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলির তালিকা প্রকাশ করে আসছে। যার নাম হল “ন্যাশনাল ইনস্টিটিউট রাঙ্কিং ফ্রেমওয়ার্ক।” বিভিন্ন জিনিসের ভিত্তিতে এই ফল প্রকাশিত হয়, যেমন- পড়ানোর গুণগতমান, গবেষণার মান, জনসাধারণের কাছে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা সহ মোট পাঁচটি মাপকাঠিতে।

বৃহস্পতিবার অনলাইনে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল এই লিস্ট প্রকাশ করেন। সেখানে দেখা গিয়েছে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম ১৫-তে রয়েছে কলকাতা, যাদবপুর এবং আইআইটি খড়গপুর। উল্লেখযোগ্য ব্যাপার হল, এই বছর দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ১১ ও ১২ নম্বর স্থান দখল করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় পঞ্চম এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সপ্তম স্থানে রয়েছে। এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেছেন,  “যে কোনও সাফল্যের মতো এই সাফল্যও আমাদের অনুপ্রাণিত করবে।”

এছাড়াও গৌরবময় এই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “এই সাফল্যে আমরা অনেক খুশি। আমার বিশ্ববিদ্যালয়ের সব অধ্যাপক,শিক্ষক, গবেষক, ছাত্রছাত্রীদের আমি অভিনন্দন জানাই। সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া এটাই প্রমাণ করে যে রাজ্যের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের দিক এগোচ্ছে।”

About Author