Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সীমান্তে উত্তেজনা কমাতে তৎপর দুই দেশ, জানাল বেজিং

লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা কমাতে তৎপর রয়েছে চিন ও ভারত। ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করেছে দুই দেশ। গত ৬ ই মার্চ দুই…

Avatar

লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা কমাতে তৎপর রয়েছে চিন ও ভারত। ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করেছে দুই দেশ। গত ৬ ই মার্চ দুই দেশের সামরিক বাহিনী এই নিয়ে এক ইতিবাচক বৈঠক করেন। তারপরই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা কমাতে কার্যকরী ভূমিকা পালন করছে দুই দেশ, জানাল বেজিং।

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং জানান, ‘সম্প্রতি দুই দেশের কূটনৈতিক ও সামরিক স্তরের বৈঠকে সীমান্তের উত্তেজনা কমানোর বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে। আলোচনায় ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ। ইতিমধ্যে, সীমান্তে উত্তেজনা কমাতে পদক্ষেপ শুরু করেছে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে লাদাখ এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও গালওয়ান উপত্যকা থেকে সেনা সরানোর বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য রাখেননি এই চিনা মুখপাত্র। যদিও, ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে গতকাল জানানো হয়, ভারত ও চিন উভয় দেশই পূর্ব লাদাখের কিছু অংশ থেকে সেনা সরাতে শুরু করেছে। প্রসঙ্গত, গত একমাস ধরে লাদাখ সীমান্তে বারবার সংঘাতে জড়িয়েছে ভারত ও চিনের সামরিক বাহিনী। সেই সংঘাত এড়িয়ে এবার পরিস্থিতি স্বাভাবিক করতে সচেষ্ট হয়েছে দুই দেশ। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে যে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনার সংখ্যা কমিয়ে আনতে উদ্যোগী হয়েছে নিউ দিল্লি ও বেজিং। ৬ ই জুন দুই দেশের মধ্যে সামরিক স্তরের বৈঠকে এই বিষয়ে ঐক্যমতে পৌঁছায় ভারত ও চিন।

About Author