Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়ছে বেসরকারি বাসভাড়া, কত কিলোমিটারে কত ভাড়া? দেখে নিন

পঞ্চম দফার লকডাউনের আনলক- ১-এ রাজ্যের সমস্ত অফিস, কলকারখানা খুলে গেছে। কিন্তু পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় মানুষের ভোগান্তির শেষ নেই। এদিকে বেসরকারি বাস ও ঠিক মতো মিলছে না। বেসরকারি…

Avatar

পঞ্চম দফার লকডাউনের আনলক- ১-এ রাজ্যের সমস্ত অফিস, কলকারখানা খুলে গেছে। কিন্তু পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় মানুষের ভোগান্তির শেষ নেই। এদিকে বেসরকারি বাস ও ঠিক মতো মিলছে না। বেসরকারি বাস মালিক সংগঠন ভাড়া বৃদ্ধির দাবিতে অনড়। তারা বলেছেন, যদি সামাজিক দূরত্ববিধি মেনে বাস চালাতে হলে ভাড়া বৃদ্ধি করতে হবে। ভাড়া না বাড়ালে তারা রাস্তায় বাস নামাতে পারবে না।

মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছিলেন, ২০ জনের পরিবর্তে বাসে যত আসন আছে তত যাত্রী নিয়ে যাওয়া যাবে। কিন্তু তাতেও বাস মালিকেরা পুরোনো ভাড়াতেও ক্ষতির মুখে পড়বে বলে বাস নামাতে চাননি। তাই এবার সেই কারণেই নতুন করে বাসভাড়া প্রস্তাব করল রেগুলেটর কমিটি। এই কমিটির প্রস্তাব এবার যাবে রাজ্য সরকারের কাছে। তারপরেই রাজ্য সরকার ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন এই প্রস্তাবে নতুন ভাড়ার তালিকা করা হয়েছে, সেটি হল-

৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১০ টাকা।

৫-১৩ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১২ টাকা।

১৩-১৭ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৫ টাকা।

মিনিবাসের ক্ষেত্রে ৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১২ টাকা।

৪-৮ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৫ টাকা।

৮-১২ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৬ টাকা করা হবে।

About Author